Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় আলোর বেণু উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/PhBI23BdITU
হলদিয়ায় আলোর বেণু উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
এবারেও উৎসবের মুখ ম্লান। গত বছর করোনাতে কাবু ছিল শরৎ, এবছর শরৎ আগা গোড়াই বৃষ্টি ভেজা। বর্ষাতে সর্বশান…

 



ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/PhBI23BdITU

হলদিয়ায় আলোর বেণু উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়


এবারেও উৎসবের মুখ ম্লান। গত বছর করোনাতে কাবু ছিল শরৎ, এবছর শরৎ আগা গোড়াই বৃষ্টি ভেজা। বর্ষাতে সর্বশান্ত কৃষি প্রধান আমাদের এই জেলা। কোভিড কেটে গেল ডেঙ্গুর পাদুর্ভাব বেড়েই চলেছে । অনুষ্ঠানের সঞ্চালক আশীষ মিশ্র বলেন

এই  দুঃসময়ের  আসছে শারদীয়া উৎসব। যদিও দুঃসময় বলে উৎসবকে আমরা দুরে ঠেলে দিতে পারিনা। আমরা বাঙালি, যে বাঙালি নিয়ে বাঙালির কবি গর্ব করে বলেছেন, 'মন্বন্তরে মরিনা আমরা, মারি নিয়ে ঘর করি।' সেই উৎসবে আমাদের তাই খুবই সামান্য উদ্যোগ এই আলোর বেনু। জেলা জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা কিছু কচিকাঁচার কাছে সেই উৎসবের উপলব্ধি পৌঁছে দিতে এই  উদ্যোগ। 

বিজ্ঞাপন



হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে  ভবানীপুর বাবাজিবাসা অর্গগামী সংঘ উদ্যোগে আলোর বেনু। হলদিয়া কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম হলে হলদিয়া শিল্পাঞ্চল এলাকা একাধিক কর্মকর্তা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের সি ই ও সুধীর কোন্থম সংস্থার পাশে দাঁড়িয়েছেন । সেটাই আমাদের অহংকার। আছেন বেশ কিছু প্রতিষ্ঠান। মঞ্চ থেকে কয়েকটি প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আলোর বেনু মঞ্চে নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। হাজরা  মোড় নটরাজ ডান্স এন্ড কালচার একাডেমি এবং আঙ্গিকম ডান্স একাডেমী। নটরাজ ডান্স এন্ড কালচার একাডেমি নজরুল গীতি সংগীতের মধ্য দিয়ে মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের অংশ তুলে ধরেন এবং রাতে এক ঝাঁক শিল্পীর সমন্বয়ে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ।

No comments