ইন্টার মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে জাতীয় ফুটবল খেলোয়াড় সুব্রত পাল ২৮ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ইন্টার মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট হল হলদিয়ায়। হলদিয়া মেডিকেল কলেজের আয়োজনে রাজ্যের এধরনের উদ্যোগ তৃতীয় বর্ষে পদ…
ইন্টার মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে জাতীয় ফুটবল খেলোয়াড় সুব্রত পাল
২৮ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ইন্টার মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট হল হলদিয়ায়। হলদিয়া মেডিকেল কলেজের আয়োজনে রাজ্যের এধরনের উদ্যোগ তৃতীয় বর্ষে পদার্পণ।
জানা যায় এনআরএস, মেদিনীপুর মেডিকেল, ডায়মণ্ডহারবার মেডিকেল, সাগরদত্ত, হলদিয়া মেডিকেল সহ রাজ্যের ৮টি সরকারি-ও দুটি বেসরকারি মেডিকেল কলেজ ‘ এই প্রতিযোগিতায় অংশ নেয়।
সূত্রের খবর, ২০২১ সালে হলদিয়া মেডিকেল কলেজর পড়ুয়াদের উদ্যোগেই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। এ বছর তৃতীয় বর্ষের পদার্পণ করল। আজ উদ্বোধন হল মেডিকেল কলেজের ছাত্রদের উদ্যোগে ইন্টার মেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট।
ফুটবলে শট মেরে টুর্নামেন্টের সূচনা করেন ভারতীয় দলের ফুটবলার সুব্রত পাল উপস্থিত , ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও বিশিষ্ট চিকিৎসকগণ। খেলার পরিবেশকে অন্যমাত্রা দিতে আনা হয়েছে ধামসা মাদল। খেলায় কোনও দল গোল করলেই বেজে উঠছে বিশাল ধামসায় দ্রিম দ্রিম ছন্দের বোল।
No comments