Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিক্ষকদের নিয়ে সচেতনতা শিবির

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/qpPugfnpI3k
শিক্ষকদের নিয়ে সচেতনতা শিবির হলদিয়া ব্লকের সুতাহাটা দক্ষিণ চক্র এর সমস্ত হাই স্কুল, জুনিয়র হাই স্কুল এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র গুলিতে হেলথ এর নোডাল টিচারদের নিয়ে একদিনের ডায…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/qpPugfnpI3k


শিক্ষকদের নিয়ে সচেতনতা শিবির

 হলদিয়া ব্লকের সুতাহাটা দক্ষিণ চক্র এর সমস্ত হাই স্কুল, জুনিয়র হাই স্কুল এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র গুলিতে হেলথ এর নোডাল টিচারদের নিয়ে একদিনের ডায়াবেটিসের উপর সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চাইল্ড ইন নিড ইনস্টিটিউট এর উদ্যোগে হলদিয়া পঞ্চায়েত সমিতির সহযোগিতায় হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাকক্ষে জুভেনাইল ডায়াবেটিস বা টাইপ টু সুগার বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।

Child in Need Institute (CINI) এবং Arogya World এর যৌথ উদ্যোগে এবং হলদিয়া ব্লক প্রশাসন ও সুতাহাটা দক্ষিণ চক্রের সহযোগিতায় হলদিয়া ব্লকের বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে পাঁচটি মজাদার কার্যক্রমের মাধ্যমে  ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এই উদ্যোগ শুরু হয়েছে। যেখানে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে ডায়াবেটিস নিয়ে সচেতন করা হচ্ছে। 

ছাত্র-ছাত্রীদের খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর খাবার, সময়মতো খাওয়া-দাওয়া করা, পড়াশোনা এবং খেলাধুলাতে মনোযোগ দেওয়া, মোবাইল ফোন বেশি ব্যবহার না করা, ধূমপান না করা এইরকম বিশেষ কিছু  আলোচনার মাধ্যমে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটানো। 

সচেতনতা শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি  মৌমিতা ঘোড়াই প্রধান, জেলা পরিষদের সদস্য শান্তি মন্ডল বারিক, কর্মাধ্যক্ষ  শম্ভু শাহ, বাড় ঘাসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্বেষা কাউন্সিলর  শতরূপা সিনহা, সুতাহাটা দক্ষিণ চক্র স্কুল সাব-ইন্সপেক্টর  সৈয়দ ফারুক আজম, WIFS প্রোগ্রামের co-ordinator  সমীর বেরা, CINI District Co-ordinator  মুনমুন হালদার, CINI Block Co-ordinator ঋতুপর্ণা মন্ডল। সভায়  সভাপতি মৌমিতা ঘোড়াই প্রধান বলেন যে, "স্বাস্থ্যই সম্পদ" আমরা যদি সুস্বাস্থ্য বজায় না রাখতে পারি তাহলে আমরা কোথাও না কোথাও কিছুটা হলেও পিছিয়ে পড়বো। তাই সুস্বাস্থ্য বজায় রাখা অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তাছাড়া শুধু স্কুলে নয়, ছাত্র-ছাত্রীরা যাতে বাড়িতেও সুস্বাস্থ্য বজায় রাখতে পারে সেদিকেও নজর রাখা প্রয়োজন।জেলা পরিষদের সদস্য সুরঞ্জি শান্তি শান্তি মন্ডল বারিক বক্তব্য রাখেন যে, বর্তমানে এই ডায়াবেটিস রোগটি সকলের কাছে মারণব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাধি দূর করার জন্য আমাদের সকলকে এক হতে হবে। এবং  এই ব্যাধিটি বর্তমানে কিশোর কিশোরীদের মধ্যেও দেখা দিচ্ছে যা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তাই CINI এবং Arogya World এর এই উদ্যোগকে আমরা বাহবা জানাই। 

 সুতাহাটা দক্ষিণ চক্রের স্কুল সাব-ইন্সপেক্টর মাননীয় সৈয়দ ফারুক আজম বক্তব্য রাখেন যে, বর্তমান দিনে যে সমস্ত অ সংক্রামক ব্যাধি গুলি আছে তাদের মধ্যে এই মধুমেহ বা ডায়াবেটিস রোগটি খুবই মারাত্মক ব্যাধি। যা বর্তমানে বড়দের পাশাপাশি কিশোর কিশোরীদের মধ্যে জুভেনাইল ডায়াবেটিস ও দেখা দিচ্ছে। তিনি সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের জানান শুধু স্কুলে নয় ছাত্র-ছাত্রীরা যাতে বাড়িতেও প্রতিটি অভিভাবক এই ডায়াবেটিস সম্পর্কে সচেতন হন তাই প্রতিটি স্কুলের অভিভাবক মিটিং এ এই বিষয়টি নিয়ে আলোচনা করার কথা বলেন। 

উপস্থিত WIFS প্রোগ্রামের co-ordinator মাননীয় সমীর বেরা, ডায়াবেটিসের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে অ্যানিমিয়া সমস্যা এবং আয়রন ট্যাবলেট খাওয়ার গুরুত্ব নিয়েও শিক্ষক ও শিক্ষিকাদের সাথে এই বিষয়টি আলোকপাত করেন।

No comments