নামালক্ষ্যা বাজারে উল্কা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিশ্ব নবী দিবস উদযাপন
আজ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে মহিষাদল নামালক্ষ্যা বাজারে উল্কা স্পোটিং ক্লাবের আয়োজনে বিশ্ব নবী দিবস উদযাপ…
নামালক্ষ্যা বাজারে উল্কা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিশ্ব নবী দিবস উদযাপন
আজ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে মহিষাদল নামালক্ষ্যা বাজারে উল্কা স্পোটিং ক্লাবের আয়োজনে বিশ্ব নবী দিবস উদযাপন করা হয়। যেখানে বিভিন্ন সামাজিক কাজ যেমন ডেঙ্গু প্রতিরোধে মশারি প্রদান, চারা গাছ বিতরণ ও দুস্থ মানুষদের বস্ত্রপ্রদান করা হয়। উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, কাঁথি পৌরসভার উপ পৌর প্রধান সুপ্রকাশ গিরি, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শেখ আনোয়ার উদ্দিন, পূর্ব মেদিনীপুর জেলার সি এম ও এইচ বিভাস রায় বিশিষ্ট সমাজসেবী শেখ আরিফ হোসেন, জেলা পরিষদের প্রাক্তন কর্মাধক্ষ সিরাজ খান, নন্দকুমার থানার আধিকারিক মিলাদ বাবু, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুন্ডু,পূর্ত কর্মাধক্ষ সামিউল্লাহ খান, হলদিয়া উন্নয়ন ব্লকের পূর্ত কর্মাধক্ষ শামীম আখতার ও মূল উদ্যোক্তা শেখ রাকিবুল ইসলাম সহ অন্যান্য অতিথি বৃন্দগন।
No comments