রেলওয়ে মাধ্যমে পণ্য পরিবহনের পরিকাঠামো ঘুরে দেখলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এ কে মিশ্র
হলদিয়া বন্দরে রেলওয়ে মাধ্যমে পণ্য পরিবহনের পরিকাঠামো ঘুরে দেখলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এ কে মিশ্র । শনিবার ১৬ ই স…
রেলওয়ে মাধ্যমে পণ্য পরিবহনের পরিকাঠামো ঘুরে দেখলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এ কে মিশ্র
হলদিয়া বন্দরে রেলওয়ে মাধ্যমে পণ্য পরিবহনের পরিকাঠামো ঘুরে দেখলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এ কে মিশ্র । শনিবার ১৬ ই সেপ্টেম্বর বন্দরের রেল পরিকাঠামো দেখার পাশাপাশি বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা, জেনারেল ম্যানেজার (এম অ্যান্ড এস) প্রবীণ কুমার দাস সহ হলদিয়া বন্দরের পদস্থ কর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলেন দক্ষিণ পূর্ব রেল ম্যানেজার ।
এ দিনের এই আলোচনায় বন্দরে পণ্য পরিবহন, পরিকাঠামোগত সুবিধা এবং সম্ভাব্য প্রকল্পের বিষয়ে খুঁটিনাটি তুলে ধরেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান । বছরে ২৮ মিলিয়ন টন পণ্য হলদিয়া বন্দর থেকে দেশের অন্যত্র রেলওয়ে মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে । পন্য পরিবহনের মাত্রা বাড়াবার উদ্দেশ্যে রেল যোগে তা বছরে ৩০ মিলিয়ন টন করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রবীণ কুমার দাস । পন্য পরিবহনের কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছতে দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে যাবতীয় সহযোগিতা করা হবে । রেল দফতর এজন্য সব সময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রেলের জেনারেল ম্যানেজার এ কে মিশ্র ।
নদী বন্দর হয়েও দেশের সমুদ্র বন্দর গুলোকে অন্য পরিবহনে টেক্কা দিয়ে ইতিমধ্যে নজির গড়েছে হলদিয়া বন্দর । জলপথ এবং সড়কপথে প্রচুর পরিমাণ পণ্য দেশ, বিদেশে আমদানি-রফতানি হয়ে থাকে । রেল পরিকাঠামো যা আছে, তার থেকে নতুন পরিকল্পনা যুক্ত হলে বন্দরে পণ্য পরিবহনের মাত্রা আরো বেড়ে যাবে । সেই সূত্রে বন্দরে লাভের অংক বেড়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে ।
No comments