Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের

হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের
 আত্মগোপন না থেকে আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের  । শনিবার ১৬ ই সেপ্টেম্বর দুপুরে হলদিয়া মহকুমা আদালতে তিনি আত্মসমর্পণ…

 


হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের


 আত্মগোপন না থেকে আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের  । শনিবার ১৬ ই সেপ্টেম্বর দুপুরে হলদিয়া মহকুমা আদালতে তিনি আত্মসমর্পণ করেন  । যদিও আত্মগোপন  নয় আইনি প্রক্রিয়ার মধ্যে আবু তাহের ছিলেন বলে তার আইনজীবী জানিয়েছেন ।‌ খুনের মামলায় মিথ্যা অভিযোগ দিয়ে তাকে জড়ানো হয়েছে বলে তার পরিবারের দাবি । সুবিচার পেতে,বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেছেন তার পরিবারের লোকজন । 

          ২০২১ সালের বিধানসভা ভোটের রেজাল্ট ছিল ২ মে । ৩ মে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের চিল্লগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি হামলার শিকার হন । কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে দেবব্রত মাইতির মৃত্যু হয়  । ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মৃত ব্যক্তির ভাইপো সুশান্ত মাইতি মামলা করে । সেই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে স্থানীয় তৃণমূল কংগ্রেসের দিকে । ২০২১ সালের ৩০ আগস্ট কলকাতা হাইকোর্ট এই মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়  । দীর্ঘ কয়েক মাস ধরে সিবিআই আধিকারিকরা তদন্ত চালায় চিল্লগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায়‌ । ধৃত ব্যক্তিদের দফায় দফায় জেরা করা হয় । ২০ জনের নাম উঠে আসে তদন্তকারী সংস্থার চার্জশিটে । দু'দফায় প্রিলিমিনারি চার্জশিটে প্রথমে ৩ জন এবং পরে ১১ জনের নাম উঠে আসে । পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিটে ৬ জনের নাম যোগ হয় । তাতেই রয়েছে আবু তাহেরের নাম । তার বিরুদ্ধে ও ভারতীয় দণ্ড বিধির ৩০২ (খুনের)ধারা দেওয়া হয়েছে । কিন্তু সিবিআই জেরাতে না গিয়ে ২০২২ সালে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । জামিনের জন্য আবেদন করেন । সেখানে জামিনের প্রেক্ষিতে আদালতের নির্দেশ সন্তোষজনক না হওয়ার ফলে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন এই তৃণমূল কংগ্রেস নেতা । 

৪ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় । সেই মতো হলদিয়া মহকুমা আদালতে শনিবার  ১৬ ই সেপ্টেম্বর তিনি আত্মসমর্পণ করেছেন । এ বিষয়ে আত্মসমর্পণকারীর ছেলে শেক ওয়াসিম আহমেদ জানিয়েছেন,"২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় বাবার নাম পরিকল্পিতভাবে জড়িয়ে দেওয়া হয়েছে । তবে বিচার ব্যবস্থার ওপর আমাদের‌‌ আস্থা,ভরসা সবটাই রয়েছে । সুবিচার পাব । সত্যের জয় হবেই ।" আসামির আইনজীবী মনসুর আলম জানিয়েছেন,"আমার মক্কেল আইনি প্রক্রিয়ার মধ্যেই ছিলেন  । কখনো আত্মগোপন করেননি । তবে এই মামলার গুরুত্বের সঙ্গে আমার মক্কেলের সম্পর্ক বিচার করে দ্রুত জামিনের জন্য শুনানির বিষয়টি সুপ্রিম কোর্ট বিবেচনা করতে বলেছেন । বিচার প্রক্রিয়া উপর আমাদের পূর্ণ আস্থা আছে  । সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতেই এদিন নিম্ন আদালতে তিনি হাজিরা দিয়েছেন‌ ।" মামলায় ধৃত ১৭ জন আগেই জামিন পেয়েছেন । তাদের মধ্যে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা শেক সুপিয়ান, তার জামাই সেক হাবিবুল,সেক শাহাউদ্দিন, শেখ বাইতুল রয়েছেন । সিবিআই চোখে ফেরার ছিলেন ৩ জন । ফেরার থাকা শেক আবু তাহের আদালতে আত্মসমর্পণ করলেও এখনো ফেরার শেক খুশনবী এবং শেখ আমানুল্লাহ । ১৯ সেপ্টেম্বর ফের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজের এজলাসে হাজিরা দেবেন তাহের ।

No comments