তমলুকের নিমতৌড়ি জেলা কার্যালয়ে বিমান বসু ও বিকাশ রঞ্জন ভট্টাচার্যকমিউনিস্ট নেতা ও স্বাধীনতা সংগ্রামী সুকুমার সেনগুপ্তের ৩১তম প্রয়াণ দিবসে সুকুমার সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে এদিন রক্তদান শিবির, আলোচনা সভা এবং স্মৃতি স…
তমলুকের নিমতৌড়ি জেলা কার্যালয়ে বিমান বসু ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য
কমিউনিস্ট নেতা ও স্বাধীনতা সংগ্রামী সুকুমার সেনগুপ্তের ৩১তম প্রয়াণ দিবসে সুকুমার সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে এদিন রক্তদান শিবির, আলোচনা সভা এবং স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠান হয় পূর্ব মেদিনীপুর তমলুকের নিমতৌড়ি জেলা কার্যালয়ে।
সকাল ৯ টায় রক্তদান শিবির উদ্বোধন করেন সুজন চক্রবর্তী। প্রায় ২০০ জনের ওপর রক্তদাতা রক্ত দান করেন।
পাশাপাশি দুপুরে আলোচনা সভা হয়, সেই আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু,সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুকুমার সেনগুপ্তের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিমান বসু,বিকাশরঞ্জন ভট্টাচার্য,সুজন চক্রবর্তী সহ বামফ্রন্টের নেতৃত্বরা।
সুকুমার সেনগুপ্ত স্মৃতি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় নন্দরানী ডল, লোকশিল্পী শুভেন্দু মাইতি ও কালি নায়েক তিনজন বামফ্রন্টের লড়াকুদের হাতে।
No comments