Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যুবক

প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যুবক
অনলাইনে লুডো খেলতে গিয়ে প্রেম। এমনকী প্রেমিকাকে পাওয়ার আশায় স্ত্রীকে ডিভোর্সও দেয় ‘প্রেমিক’। কিন্তু প্রেমিকাও ‘ধোঁকা’ দিয়ে অন্যত্র বিয়ে করে নেয়। সেই রাগে প্র…

 

প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যুবক


অনলাইনে লুডো খেলতে গিয়ে প্রেম। এমনকী প্রেমিকাকে পাওয়ার আশায় স্ত্রীকে ডিভোর্সও দেয় ‘প্রেমিক’। কিন্তু প্রেমিকাও ‘ধোঁকা’ দিয়ে অন্যত্র বিয়ে করে নেয়। সেই রাগে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যুবক। শেষমেশ সব হারিয়ে শ্রীঘরে ঠাঁই হল মহিষাদলের সেই যুবকের। তাকে গ্রেপ্তার করেছে পটাশপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম স্বরূপ ঘণ্টি। তার বাড়ি মহিষাদল থানা এলাকায়। শনিবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল  হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, অনলাইনে লুডো খেলতে গিয়ে পটাশপুরের ওই যুবতীর সঙ্গে আলাপ হয় অভিযুক্ত যুবকের। নিজে বিবাহিত হলেও ওই যুবতীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে স্বরূপ। সেই থেকে দু’জনের মধ্যে মেলামেশা ও ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ওই যুবতী আগে বিবাহিত হলেও পরে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে যায়। গত তিন বছর ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ওই যুবতী তাকে বিয়ে করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে যুবকের দাবি। তারপর থেকে বিবাহিত ওই যুবকের নিজের সংসারে অশান্তি তৈরি হয়। এমনকী পটাশপুরের যুবতীকে বিয়ে করার পরিকল্পনার কথা মাথায় রেখে নিজের স্ত্রীর সঙ্গে আইনিভাবে সম্পর্ক ছিন্ন করে দেয় স্বরূপ। যদিও এরপর ওই যুবক বিয়ে করতে চাইলে সম্পর্কের কথা অস্বীকার করে প্রেমিকা। তার মধ্যেই গোপনে ওই যুবতীর অন্যত্র বিয়ে হয়ে যায়। এই খবর জানতে পেরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত যুবক। সে প্রতিশোধ নেওয়ার ছক কষতে থাকে। শেষ পর্যন্ত যুবতীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ওই যুবক। এদিকে যুবতীর নতুন সংসারে এই ঘটনা জানাজানি হওয়ার পর তাঁদের পরিবারে অশান্তি শুরু হয়। ঘটনার প্রেক্ষিতে যুবতীর মা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পটাশপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত নেমে শুক্রবার মহিষাদলের বাড়ি থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিস।

No comments