প্রাক্তন সেনাকর্মীর মৃত্যু ঘিরে রহস্য হলদিয়া রানীচক সংলগ্ন একটি হোটেল থেকে এক প্রাক্তন শ্রী কর্মী দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম তাপন মাইতি দাস বয়স ৪১ তার বাড়ি মহিষাদল , বা…
প্রাক্তন সেনাকর্মীর মৃত্যু ঘিরে রহস্য
হলদিয়া রানীচক সংলগ্ন একটি হোটেল থেকে এক প্রাক্তন শ্রী কর্মী দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম তাপন মাইতি দাস বয়স ৪১ তার বাড়ি মহিষাদল , বাড়ি অমরিতবেড়িয়া গ্রামে। কর্ম সূত্রে হলদিয়া দুর্গাচকে থাকতেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি আসানসোলে একটি সংস্থায় কাজ করতেন।
পরে কয়েক মাস আগেই হলদিয়াতে চলে আসেন হলদিয়া বন্দরের কোন এজেন্সিতে কাজ করতেন বলে জানা গিয়েছে। মাঝে মাঝে তিনি রানিচকের ওই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতেন। এদিন ৯ ই সেপ্টেম্বর শনিবার সকালে তিনি ওই হোটেলে এসে উঠেন সন্ধ্যে নাগাদ দরজা না খোলা বা সাড়া শব্দ না পেয়ে হোটেলের সার্ভিস বয় বন্ধ দরজায় ধাক্কাধাক্কি করেন কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয় । রাত সাড়ে ৯টা নাগাদ দরজা ভেঙে ওই প্রাক্তন সেনা কর্মীকে সংগ্রাহীন অবস্থায় উদ্ধার করে হলদিয়া থানার পুলিশ। তাকে হলদিয়া মহকুমার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। কিভাবে সেনা কর্মীর মৃত্যু হল তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে।
No comments