Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার চকদ্বীপা হাইস্কুলে শুরু হয়েছে চারদিনের গণিত ও বিজ্ঞান কর্মশালা

হলদিয়ার চকদ্বীপা হাইস্কুলে শুরু হয়েছে চারদিনের গণিত ও বিজ্ঞান কর্মশালাপশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি সংসদের আর্থিক সহযোগিতায় শুক্রবার থেকে হলদিয়ার চকদ্বীপা হাইস্কুলে শুরু হয়েছে চারদিনের গণিত ও বিজ্ঞান কর্মশালা। জাতীয় বিজ্…

 




হলদিয়ার চকদ্বীপা হাইস্কুলে শুরু হয়েছে চারদিনের গণিত ও বিজ্ঞান কর্মশালা

পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি সংসদের আর্থিক সহযোগিতায় শুক্রবার থেকে হলদিয়ার চকদ্বীপা হাইস্কুলে শুরু হয়েছে চারদিনের গণিত ও বিজ্ঞান কর্মশালা। জাতীয় বিজ্ঞান ও গণিত দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরে একমাত্র হলদিয়াতেই এই কর্মশালা হচ্ছে। সপ্তম ও অষ্টম শ্রেণীর পড়ুয়াদের গণিত ও বিজ্ঞানের বিভিন্ন মডেল নিয়ে হাতেকলমে পাঠ দেওয়া হচ্ছে কর্মশালায়। কর্মশালার উদ্বোধন করেন মেদিনীপুর কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক সুভাষচন্দ্র সামন্ত। উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুচাঁদ পান, হলদিয়া মহকুমা শিক্ষা বিভাগের সহকারী পরিদর্শক বিমান বিহারী জানা, বিশেষজ্ঞ শিক্ষক সৌম্য দাস এবং সিদ্ধার্থ সেতুয়া। চকদ্বীপা হাইস্কুলের ৫৫ জন এবং প্রতিবেশী ১৬টি স্কুলের ৬৫ জন ছাত্রছাত্রী মিলিয়ে মোট ১২০ জন কর্মশালায় অংশ নেয়। চকদ্বীপার প্রধান প্রধান শিক্ষক মনিশঙ্কর গিরি বলেন, চিরাচরিত পাঠ্যপুস্তক কেন্দ্রিক পাঠদানের পরিবর্তে কয়েকদিনের হাতেকলমে বিজ্ঞান ও গণিত শিক্ষা দেওয়া হবে। পড়ুয়াদের মানোন্নয়ন, বিশুদ্ধ গণিত ও বিজ্ঞান চর্চায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কর্মশালা। কর্মশালার প্রজেক্ট কো-অর্ডিনেটর কার্তিক আদক বলেন, রাজ্য সরকারের উদ্যোগে এই ধরনের হাতেকলমে বিজ্ঞান শিক্ষার কর্মসূচী ছাত্রছাত্রীদের বিশুদ্ধ বিজ্ঞান শিক্ষার পাশাপাশি আনন্দ-পাঠদানে শিক্ষকরাও উৎসাহিত হবেন।

No comments