হোটেল থেকে দেহ উদ্ধার ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/9pNOw7Lkki0
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার রানিচক সংলগ্ন বালাজী হোটেল থেকে দেহ উদ্ধার হয়। জানা যায় মৃতের নাম তপন মাইতি দাস বয়স ৪১ পিতা৺ মদনমোহন মাইতি দা…
হোটেল থেকে দেহ উদ্ধার
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/9pNOw7Lkki0
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার রানিচক সংলগ্ন বালাজী হোটেল থেকে দেহ উদ্ধার হয়। জানা যায় মৃতের নাম তপন মাইতি দাস বয়স ৪১ পিতা৺ মদনমোহন মাইতি দাস, গ্রাম - বাড় অমৃতবেড়িয়া, পোস্ট- মিরপুর, থানা- মহিষাদল ,অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর সংসদের বাসিন্দা বলে জানা যায়।
সূত্রের খবর আজ ৯ সেপ্টেম্বর শনিবার সকালে হোটেলের রুম ভাড়া নিয়ে ছিলেন। রাতের খাবার খেতে না আসায় হোটেলের কর্মীরা দরজায় ধাক্কা দেয় ভিতর থেকে কোন আওয়াজ না আসতেই খবর দেয় হলদিয়া থানা তে। হলদিয়া থানার পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে মৃতদেহ। কিন্তু, কিভাবে মৃত্যু হল সে নিয়ে এখনো দ্বন্দ্বে রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমার হাসপাতালে পাঠালেন হলদিয়া থানার পুলিশ ।তদন্তে হলদিয়া থানার পুলিশ।
No comments