সমবায় সমিতি ডাকাতির ঘটনায় তিনজনের পুনরায় পুলিশি হেফাজতপূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় চকলালপুর দেউল পোতা সমবায় সমিতির ব্যাংকে দিন দুপুরে ডাকাতি হয়েছিল। তদন্তে নেমেছিলে…
সমবায় সমিতি ডাকাতির ঘটনায় তিনজনের পুনরায় পুলিশি হেফাজত
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় চকলালপুর দেউল পোতা সমবায় সমিতির ব্যাংকে দিন দুপুরে ডাকাতি হয়েছিল। তদন্তে নেমেছিলেন সুতাহাটা থানার পুলিশ ।প্রথমে দুজন পরে একজন এবং তারপরও আর একজনকে গ্রেফতার করেছিল সুতাহাটা থানার পুলিশ। আজ প্রথম তিনজনকে হলদিয়া মহকুমার আদালতে তুললে তাদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
No comments