Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রামনগরের ঠিকরায় দীঘা- কলকাতা বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে

রামনগরের ঠিকরায় দীঘা- কলকাতা  বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে
দীঘা কলকাতা লোকনাথ এসি বাস দিঘার ঠিকরার কাছে দুর্ঘটনা কবলে পড়ে।সেইসঙ্গে বাসে থাকা ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হন তার মধ্যে দুজন আশঙ্কাজন অবস্থায় তাদেরকে দীঘা রাজ্য সাধ…

 



রামনগরের ঠিকরায় দীঘা- কলকাতা  বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে


দীঘা কলকাতা লোকনাথ এসি বাস দিঘার ঠিকরার কাছে দুর্ঘটনা কবলে পড়ে।

সেইসঙ্গে বাসে থাকা ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হন তার মধ্যে দুজন আশঙ্কাজন অবস্থায় তাদেরকে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয়রা এসেছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সেই মুহূর্তে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আজ প্রকাশ্যে এসেছে।

গত বৃহস্পতিবার রাত্রি ১০টা নাগাদ দীঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের রামনগর থানার ঠিকরা পেট্রল পাম্পের নিকট একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ   হারিয়ে নয়নজুলিতে পড়লো বাস। এই বাসটি কলকাতা থেকে দীঘার দিকে যাচ্ছিলো। এই ঘটনায় ১৫জন বাস যাত্রী আহত হয়েছেন। রামনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের  স্থানীয় দীঘা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। সেই সঙ্গে সাময়িক তৈরী হওয়া যানজট মুক্ত করেন। এবং ঘাতক গাড়িটিকে আটক করেন। চিকিৎসার পর বর্তমানে আহতরা ভালো আছেন। দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে বারে বারে দুর্ঘটনার বলি হচ্ছে বিভিন্ন গাড়ি। বেপরোয়া ড্রাইভিং এর জন্য দায়ী। ড্রাইভিং এর সময় সতর্ক থাকুন সচেতন থাকুন।

No comments