পশ্চিমবঙ্গ ল ক্লার্কস্ এ্যাসোসিয়েশান উদ্যোগে শিক্ষা শিবির নিমতৌড়ি স্মৃতিসৌধ সাংগঠনিক শিক্ষা শিবির অনুষ্ঠিত হবে। ২৪ শে সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস্ এ্যাসোসিয়েশানের উদ্যোগে এই শিক্ষা শিবির রাজ্য কমিটির আহব…
পশ্চিমবঙ্গ ল ক্লার্কস্ এ্যাসোসিয়েশান উদ্যোগে শিক্ষা শিবির নিমতৌড়ি স্মৃতিসৌধ সাংগঠনিক শিক্ষা শিবির অনুষ্ঠিত হবে। ২৪ শে সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস্
এ্যাসোসিয়েশানের উদ্যোগে এই শিক্ষা শিবির রাজ্য কমিটির আহবানে পূর্ব মেদিনীপুর জেলার সহযোগিতা নিয়ে এই এই শিক্ষা শিবির। বেশ কয়েকটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই শিবিরে আলোচনা হবে এবং তারই সাথে সাথে সাংগঠনিক বিষয়েও তুলে ধরা হবে ইতিমধ্যে ১৩ টি দফা দাবি নিয়ে সারা রাজ্য জুড়ে পথ অবরোধে নেমে ছিলেন। সংগঠনের উদ্যোগের রাজ্যব্যাপী এবং তারই পরেই এই শিক্ষা শিবির একটি গুরুত্বপূর্ণ মাত্রা পাবে বলেও জানালেন হলদিয়া আদালতে ল ক্লাস অ্যাসোসিয়েশনের সদস্য প্রফুল্ল বেরা।
No comments