হলদিয়ার বেশ কিছু শিল্প সংস্থার তরফে বিনিয়োগের বার্তা ঘোষিত হল
বিশ্বকর্মা পুজো ঘিরে হলদিয়ার বেশ কিছু শিল্প সংস্থার তরফে বিনিয়োগের বার্তা ঘোষিত হল । কোথাও নতুন বিনিয়োগ, আবার কোথাও কারখানা সম্প্রসারণ । এই দুয়ে মিলে বিনিয়োগে…
হলদিয়ার বেশ কিছু শিল্প সংস্থার তরফে বিনিয়োগের বার্তা ঘোষিত হল
বিশ্বকর্মা পুজো ঘিরে হলদিয়ার বেশ কিছু শিল্প সংস্থার তরফে বিনিয়োগের বার্তা ঘোষিত হল । কোথাও নতুন বিনিয়োগ, আবার কোথাও কারখানা সম্প্রসারণ । এই দুয়ে মিলে বিনিয়োগের বহর বেশ বড় । ট্রাকশন ব্যাটারি তৈরীর কারখানা গড়তে চলেছে হলদিয়ার এক্সাইড ব্যাটারি কোম্পানি । হলদিয়ার দুর্গাচকে বর্তমান কারখানার পাশেই সাড়ে উনিশ একর জায়গাতে ২০০ কোটি টাকা খরচে এই এই প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কারখানা কর্তৃপক্ষ । বিশ্বকর্মা পুজোয় এমনটাই ঘোষণা করেছেন হলদিয়ার এক্সাইড প্লান্ট হেড তরুণ কুমার পান । পরিবেশবান্ধব প্রকল্পটি সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে গড়ে উঠবে । উৎপাদনের পরিমাণও হবে অধিক গুণ । প্লান্ট হেড জানান,"কোভিড পরিস্থিতিতে কারখানার উৎপাদন ধাক্কা খেয়েছিল । এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে । ট্রাকশন ব্যাটারি ফ্যাক্টরি গড়ে উঠলে আমাদের উৎপাদন অধিক গুন বেড়ে যাবে । আমেরিকা ও জাপানের প্রযুক্তি আমরা ব্যবহার করে থাকি । নতুন ফ্যাক্টরিতেও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ।" উৎপাদন বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে বাণিজ্য করতে মুখিয়ে রয়েছে এই কারখানা কর্তৃপক্ষ । সে ক্ষেত্রে ইউরোপের বাজারগুলিতে তাদের ব্যাটারির চাহিদা পূরণ করা সহজ হবে বলে তারা মনে করছেন । এমনি ২৫ কোটি টাকা বিনিয়োগ ঘটিয়ে কারখানা সম্প্রসারণ করতে চলেছে হলদিয়ার লালবাবা সিমলেস টিউব ফ্যাক্টরি । রেলের যন্ত্রংশ তৈরীর বরাত পেয়েছেন তারা । হলদিয়া শিল্প তালুকের কসবেড়িয়া মৌজায় এই কারখানার সম্প্রসারণ ঘটনা হচ্ছে । এখান থেকে তৈরি রেলের যন্ত্রাংশ রেলের ওয়াগান তৈরির বিভিন্ন কারখানাতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন কারখানার এক পদস্থ কর্তা । পন্য পরিবহনের পরিকাঠামো উন্নয়নে রেলের তিনটি সাইডিং তৈরি করা হচ্ছে হলদিয়া বন্দরে । সেজন্য ৮০ কোটি টাকা খরচ করা হচ্ছে বলে জানান বন্দরের জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস । সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এ কে মিশ্র হলদিয়া বন্দর পরিদর্শন করেছেন । রেল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ সর্বভূতভাবে সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দিয়েছিলেন । তারপরই বন্দরের তরফে এমন নতুন বিনিয়োগ ঘটতে চলেছে । তার ফলে বন্দরে পণ্য পরিবারের মাত্রা বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে । হলদিয়া পেট্রোকেমিক্যালস তাদের কারখানা সম্প্রসারণ করতে চলেছে বলেও জানিয়েছেন ডেপুটি প্লান্ট হেড সুন্দর গোপাল হাজরা । তবে কোথায় কত পরিমান বিনিয়োগ করা হচ্ছে তা এখনও তিনি স্পষ্ট জানাতে চাননি । প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত প্রকল্পে হলদিয়া রিফাইনারি ক্যাটালেটিক আইসো ডিওয়াক্সিং ইউনিট চালু করতে চলেছে । ১০১৯ কোটি টাকা বিনিয়োগে এই কারখানা নির্মাণের কাজ অনেকটাই হয়ে গিয়েছে । বিশ্বকর্মা পুজো উদ্বোধনে একথা জানিয়েছেন প্লান্ট হেড অতনু সান্যাল । সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের প্রথমে দিকে এই কারখানা উৎপাদন শুরু করবে । সব মিলিয়ে হলদিয়া শিল্পতালুকে নতুন বিনিয়োগ ঘটছে ।
No comments