Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আবু তাহেরকে নিজেদের হেফাজতের চেয়েও পিছু হটতে বাধ্য হল সিবিআই

আবু তাহেরকে নিজেদের হেফাজতের চেয়েও পিছু হটতে বাধ্য হল সিবিআই  
আবু তাহেরকে সিবিআই নিজেদের হেফাজতের চেয়েও পিছু হটতে বাধ্য হল সিবিআই  । উপযুক্ত আইনি যুক্তি দেখাতে পারলেন না  সিবিআইয়ের আইনজীবী । মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতের অ্য…

 


আবু তাহেরকে নিজেদের হেফাজতের চেয়েও পিছু হটতে বাধ্য হল সিবিআই  


আবু তাহেরকে সিবিআই নিজেদের হেফাজতের চেয়েও পিছু হটতে বাধ্য হল সিবিআই  । উপযুক্ত আইনি যুক্তি দেখাতে পারলেন না  সিবিআইয়ের আইনজীবী । মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যাণ্ড সেশন জাজের এজলাসের ঘটনা । ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তদন্তে আবু তাহেরের নাম উঠে আসে  । বিচার প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন আবু তাহের । সে প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতেই ১৬ সেপ্টেম্বর হলদিয়া মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন আবু তাহের । মঙ্গলবার ছিল ফের হাজিরার দিন । এদিন সিবিআই তাকে তিন দিনের হেফাজতে চায় । কিন্তু আদাল ত সেই আবেদন খারিজ করে দিয়েছে । এই ঘটনার যুক্তি হিসেবে আবু তাহেরের আইনজীবী মনসুর আলম জানান,"আমার মক্কেলকে সিবিআই তাদের হেফাজতে পেতে পারে কিনা, সে বিষয়ে আইনি যুক্ত চেয়েছেন বিচারক । তাই আজকের সিবিআইয়ের আবেদন খারিজ হয়ে যায় । সিবিআইয়ের আইনি যুক্তিতে বিচারক সন্তুষ্ট হলে তাহলে রায় অন্যরকম হবে ।" আদালতের নির্দেশে আপাতত একদিনের জেল হেফাজত হয়েছে এই তৃণমূল কংগ্রেস নেতার । বুধবার ফের শুনানির দিন ঘোষণা করেছে আদালত । এখন আদালত কি নির্দেশ দেয় সেটাই দেখার বিষয় ।

No comments