Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পানীয় জলের চাহিদা পূরণ হলদিয়া পুরসভার পাশে দাঁড়ালো হলদিয়া রিফাইনারি

পানীয় জলের চাহিদা পূরণ হলদিয়া পুরসভার পাশে দাঁড়ালো হলদিয়া রিফাইনারি সাধারণ মানুষের পানীয় জলের চাহিদা পূরণ হলদিয়া পুরসভার পাশে দাঁড়ালো হলদিয়া রিফাইনারি । সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে পাঁচটি নতুন জলের ট্যাঙ্ক মঙ্গলবার হলদিয়…

 



পানীয় জলের চাহিদা পূরণ হলদিয়া পুরসভার পাশে দাঁড়ালো হলদিয়া রিফাইনারি

 সাধারণ মানুষের পানীয় জলের চাহিদা পূরণ হলদিয়া পুরসভার পাশে দাঁড়ালো হলদিয়া রিফাইনারি । সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে পাঁচটি নতুন জলের ট্যাঙ্ক মঙ্গলবার হলদিয়া পুরসভার প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিলেন হলদিয়া রিফাইনারি প্লান্ট হেড অতনু সান্যাল । প্রতিটি ট্যাংকে ৫০০ গ্যালন জল ধারণের ক্ষমতা রয়েছে । ৫ টি ট্যাংকের জন্য খরচ হয়েছে ১৫ লাখ টাকা । এ বিষয়ে হলদিয়া মহকুমা শাসক তথা পুর প্রশাসক জানিয়েছেন," ট্যাংকের মাধ্যমে পানীয় জল সরবরাহ করতে হয় বেশ কিছু জায়গায়  । হলদিয়া রিফাইনারি পাঁচটি ট্যাংক দেওয়ার ফলে আমাদের কাজের সুবিধা হল  । মানুষের দাবি পূরণ করার সুবিধা হবে  ।" আগেই হলদিয়া পুরসভার ৩২টি ট্যাংক রয়েছে । তার সঙ্গে নতুন পাঁচটি যোগ হলো । হলদিয়া রিফাইনারি পার্মানেন্ট এমপ্লোইজদের বিশ্বকর্মা পূজা মণ্ডপে আনুষ্ঠানিকভাবে ট্যাংক গুলি দেওয়া হয়েছে । এত উপস্থিত ছিলেন রিফাইনারি সিজিএম দেবাশিস দত্ত, পদস্থকর্তা শম্ভু চক্রবর্তী, অংশুমান ভট্টাচার্য্য, রাজীব মন্ডল প্রমুখ ।

No comments