Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প মানুষের দরবারে পৌঁছে দিতে শুরু হয়েছে লোকশিল্প কর্মশালা

রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প মানুষের দরবারে পৌঁছে দিতে শুরু হয়েছে লোকশিল্প কর্মশালা  । সোমবার ১১ ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরে জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে তিন দিনের (১১-১৩) ই সেপ্টেম্বর এই কর্মশ…

 



রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প মানুষের দরবারে পৌঁছে দিতে শুরু হয়েছে লোকশিল্প কর্মশালা  । সোমবার ১১ ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরে জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে তিন দিনের (১১-১৩) ই সেপ্টেম্বর এই কর্মশালার সূচনা হয়  । পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার) অনির্বাণ কোলে, পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক, তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ বহু বিশিষ্টজনের উপস্থিতিতে এদিন এই কর্মশালার সূচনা হয়েছে  । কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী,লক্ষী ভান্ডার ,দুয়ারী সরকার বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ৫০ জন পটচিত্র শিল্পী গান তৈরি করে সুর ও ছন্দে বাঁধার কাজ শুরু করেছেন । চন্ডিপুর থানার হবিচক, নামকারচক, খড়িগেড়িয়া, মুরাদপুর সহ নন্দকুমারের ঠেকুয়াচক, পাঁশকুড়ার কেশববাড়, শহীদ মাতঙ্গিনী ব্লকের পটচিত্র শিল্পীরাও এই কর্মশালায় যোগ দিয়েছেন । রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পটচিত্র শিল্পী দম্পতি চন্ডিপুরের হবিচক গ্রামের বাসিন্দা নুরদীন চিত্রকর এবং কল্পনা চিত্রকর এদিনের এই কর্মশালায় তাদের সেরা শিল্পকর্ম তুলে ধরার কাজ করেছেন । নুরদীন জানান,"জেলা তথ্য ও সংস্কৃতি দফতর পটশিল্পীদের নিয়ে এমন কর্মশালার আয়োজন করেছে । এটা শিল্পীদের শিল্পচর্চার পাশাপাশি তাদের আয়ের পথ খুলে দিয়েছে । গান লিখে, সুর দিয়ে শিল্পীরা থেমে থাকতে চাননি । সেই লেখা গান সুরে সুরে বিভিন্ন এলাকার মানুষের কাছে তারা তুলে ধরবেন । তার থেকে রাজ্য সরকারের নানা প্রকল্পের কথা মানুষ জানতে পারবেন । সেটাই আমাদের বড় আনন্দের বিষয়  ।"এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক জানান,"রাজ্য সরকারের বহুমুখী প্রকল্প রয়েছে,যা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে  । সেই সমস্ত জনমুখী প্রকল্পকে সাধারণ মানুষের কাছে আরও বেশি মাত্রায় তুলে ধরতে পটচিত্র শিল্পীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে  ।  গান বেঁধে ,সুর দিয়ে গাওয়ার বিপুল উৎসাহ দেখি আমরা খুব খুশি হয়েছি । আগামীদিনে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে এই সমস্ত শিল্পী মানুষের কাছে গানের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধার নানা বার্তা তুলে ধরবেন ।" তিন দিনের এই কর্মশালা বুধবার ১৩ ই সেপ্টেম্বর শেষ হবে  । শেষ দিন পর্যন্ত কতগুলো গান তৈরি হয় সে অপেক্ষায় প্রশাসনিক কর্তা থেকে শিল্পীরা রয়েছেন ।

No comments