মেদিনীপুর সমন্বয় সংস্থার সুতাহাটা আঞ্চলিক ইউনিটের আয়োজন এ ৭৭ এম স্বাধীনতা দিবস উৎযাপন
মেদিনীপুর সমন্বয় সংস্থার সুতাহাটা আঞ্চলিক ইউনিটের আয়োজন এ ৭৭ এম স্বাধীনতা দিবস উৎযাপন যথাযোগ্য মর্যাদায় পালিত হল। ভারত সরকারের স্বাধীনতা সং…
মেদিনীপুর সমন্বয় সংস্থার সুতাহাটা আঞ্চলিক ইউনিটের আয়োজন এ ৭৭ এম স্বাধীনতা দিবস উৎযাপন
মেদিনীপুর সমন্বয় সংস্থার সুতাহাটা আঞ্চলিক ইউনিটের আয়োজন এ ৭৭ এম স্বাধীনতা দিবস উৎযাপন যথাযোগ্য মর্যাদায় পালিত হল। ভারত সরকারের স্বাধীনতা সংগ্রামের সৈনিকদের স্মরন করে অমৃত মহোৎসব কর্মসূচির সমাপ্তি ২০২২-২০২৩ সময় কালে, আগামী ২০২৪- ২০৪৭ পর্যন্ত চলবে অমৃত কাল, সামাজিক অপশাসনের অবসান ঘটিয়ে বিকাশ মুখী আত্মনির্ভরশীল ব্যক্তিত্ববান ভারত গঠন পুনঃ প্রতিষ্ঠার সংকল্প উদ্যোগ।
মেদিনীপুর জেলার মাটিতে তে সকল মহান মনীষীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সংগ্রামের ইতিহাসে সুতাহাটা থানা বিনা রক্তপাতে অহিংস আন্দোলনের পীঠস্থান, আগামী দিনে সার্বিক উন্নয়নের জন্য এই সামাজিক অরাজনৈতিক প্রতিষ্ঠান সাধারণ মানুষের কল্যাণে অসাধারণ দৃষ্টান্ত মুলক কাজ বাস্তবায়ন করতে ঐকান্তিক উদ্যোগ গ্ৰহন করবেন এই শপথ গ্ৰহন করলেন।
কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উন্নতম সদস্য ছবি লাল পাল ,মদনমোহন মাইতি, দিপ্তী দাস,রুপনারায়ন মাজী, অসিতবরন মন্ডল, অমলেশ বক্সী সহ অন্যান্য অনেকেই।
No comments