রাজ্য তৃনমূল ছাত্র পরিষদের নেত্রী রাজণ্যা হালদার সহ অনান্যদের উপর এস.এফ.আই এর নির্মম ভাবে হামলার প্রতিবাদে ধিক্কার কর্মসূচী
স্বর্ণদ্বীপ কে নির্মম ভাবে রেগিং করে মেরে ফেলার প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডেপুটেশন দিতে গিয়ে পশ্…
রাজ্য তৃনমূল ছাত্র পরিষদের নেত্রী রাজণ্যা হালদার সহ অনান্যদের উপর এস.এফ.আই এর নির্মম ভাবে হামলার প্রতিবাদে ধিক্কার কর্মসূচী
স্বর্ণদ্বীপ কে নির্মম ভাবে রেগিং করে মেরে ফেলার প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডেপুটেশন দিতে গিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও রাজ্য তৃনমূল ছাত্র পরিষদের নেত্রী রাজণ্যা হালদার সহ অনান্য কর্মীবৃন্দের উপর এস.এফ.আই এর নির্মম ভাবে হামলার প্রতিবাদে ডঃ মেঘনাদ সাহা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ পলিটেকনিক সেলের উদ্যোগে হলদিয়া ডঃ মেঘনাদ সাহা পলিটেকনিক কলেজে দুপুর ১২ টা নাগাদ ধিক্কার কর্মসূচী অনুষ্ঠিত হয়।উক্ত কর্সূচীতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেস কমিটির অণ্যতম সদস্য তথা ডঃ মেঘনাদ সাহা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ পলিটেকনিক সেলের প্রধান উপদেষ্টা অর্নব দেবনাথ,
পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ পলিটেকনিক সেলের রাজ্য কমিটির সদস্য সৌভিক জানা, হলদিয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজেশ খান,ব্লক তৃণমূল ছাত্র পরিষদ কমিটির সদস্য সেক সাদ্দাম মোল্লা,ডঃ মেঘনাদ সাহা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ পলিটেকনিক সেল ইউনিটের সভাপতি রাহুল প্রামানিক,সাধারণ সম্পাদক দেবজিৎ প্রোকাইত এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের অনান্য সদস্য ও সদস্যাবৃন্দ।
No comments