বোর্ড মিটিংয়ে হতে পারে তুলকালাম! হলদিয়া আই কেয়ারের সাধারণ সভা পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া শিক্ষা নগরী হিসেবে গড়ে উঠেছে। শিল্প শহর হলদিয়ায় আই কেয়ার নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রায় ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠ…
বোর্ড মিটিংয়ে হতে পারে তুলকালাম! হলদিয়া আই কেয়ারের সাধারণ সভা পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া শিক্ষা নগরী হিসেবে গড়ে উঠেছে। শিল্প শহর হলদিয়ায় আই কেয়ার নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রায় ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান চলছে।
কি এমন ঘটনা ঘটলো যে সাধারণ সভায় তুলকালাম হতে পারে। সবার নজর এখন লক্ষ্মণ সাম্রাজ্য আই কেয়ারের দিকে। সাম্প্রতি ঘটে গেছে বেশ কয়েকটি ঘটনা, তারই পরিপ্রেক্ষিতে কি শেঠ পরিবারের ফাটল ? যদিও প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ এবং আই কেয়ারের চেয়ারম্যান বুদ্ধিমত্তা দিয়ে কি পরিবারকে এক জায়গায় রাখতে পারবে সেদিকেই এখন সকলের লক্ষ্য।
গত কয়েক বছর আগেই আই কেয়ারের অন্যতম মূল সদস্য এবং আই কেয়ারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তমালিকা পন্ডাশেঠ প্রয়াত হয়েছেন। তার কয়েক বছর পরেই প্রায় ৭৮ বছর বয়সে তমালিকা স্বামী লক্ষ্মণ শেঠ কলিকাতার এক নামি হোটেলের কর্মচারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আর তারপর থেকেই শিল্প এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছে। সম্প্রতি ৬ ই আগস্ট তমালিকা দেবীর ৬৭ তম জন্মদিন কে কেন্দ্র করে লক্ষ্মণ শেঠ এবং ছেলে বৌমা নাতি-নাতনি আলাদা আলাদা ভাবে তমালিকা দেবীর জন্মদিন অনুষ্ঠান করেছিলেন সেই নিয়ে পরিবারের পক্ষ থেকে ক্ষোভ উগিয়ে দেওয়া হয়েছিল।
সূত্রের খবর,বেশ কয়েকটি কলেজের ভাইস চেয়ারম্যান পদে ছেলে এবং বৌমা রয়েছেন এবং আপনজন পত্রিকা স্বত্বাধিকারী এবং সম্পাদক দুই ছেলে রয়েছে আপনজন পত্রিকার পক্ষ থেকে তমালিকা দেবীর জন্মদিন পালিত হলো হলদিয়াতে।
কিন্তু আপনজন পত্রিকা এবং আই কেয়ার এর উদ্যোগে তমালিকা দেবীর জন্মদিন পালন করলেন কলিকাতার ভাষা ভবনে সেই নিয়েই বিতর্ক ঘরের মধ্যে গুমরে থাকা বহু কথা বেরিয়ে এলো সকলের সামনে।
১৭ই আগস্ট আই কেয়ার এর বোর্ড মিটিং হওয়ার কথা । ১৮ আগস্ট নববধূর রিসেপশন কলিকাতাতে হবে তার আগে কি বোর্ড মিটিং করবে সে নিয়ে সংশয় রয়েছে। আগামী বোর্ড মিটিং এর দিকে সকলেই তাকিয়ে রইল। বোর্ডে রয়েছেন লক্ষ্মণের ছেলে বৌমা, রয়েছেন সিপিআইএমের জেলা কমিটির এক সদস্য । বোর্ড মিটিংয়ে কি লক্ষণ শেঠ কোণঠাসা হবে?
না কৌশলগতভাবে পরিবারকে এক জায়গায় নিয়ে আসতে পারবেন। নজর এখন সকলের সেই দিকেই। লক্ষ্মণ শেঠের উপর নির্ভর করছে পরিবারকে এক জায়গায় থাকা আর না রাখা।
লক্ষ্মণ সাম্রাজ্য কি ধ্বংস হয়ে যাবে? না বুদ্ধিমত্তা দিয়ে শেঠ পরিবারকে এক জায়গায় রাখার কি জনকৌশল তিনি আজকের এই সভায় নেবেন। সেই দিকেই তাকিয়ে রয়েছেন আপনজন পত্রিকার পরিবার এবং আই কেয়ারের সঙ্গে যুক্ত কর্মচারীবৃন্দ। লক্ষ্মণ বাবুর উপর নির্ভর করছে পরিবারকে এক জায়গায় রাখা।
যদিও অনেক ই বলছেন লক্ষ্মণ বাবু এখন উদ্ধত হয়েছেন। কারোর কথাই শোনেন না , আজকে সভায় যদি তিনি একগুঁয়েমি থাকেন তার সিদ্ধান্তে অনড় থাকেন তাহলে লক্ষ্মণ সাম্রাজ্য শেঠ পরিবার ধ্বংসের পথে। হলদিয়ার মানুষ কি কোন অশনি সংকেত দেখতে পাবে?
No comments