Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭৭ তম স্বাধীনতা দিবসে হলদিয়া পৌর এলাকায় একগুচ্ছ কর্মসূচির সূচনা করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী

৭৭ তম স্বাধীনতা দিবসে হলদিয়া পৌর এলাকায় একগুচ্ছ কর্মসূচির সূচনা করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী হলদিয়া পৌর এলাকায় গ্রিন হলদিয়া ক্লিন হলদিয়া কর্মসূচি বাস্তবায়িত করার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। হলদিয়া স্মার্ট সিটি…


 


৭৭ তম স্বাধীনতা দিবসে হলদিয়া পৌর এলাকায় একগুচ্ছ কর্মসূচির সূচনা করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী

 হলদিয়া পৌর এলাকায় গ্রিন হলদিয়া ক্লিন হলদিয়া কর্মসূচি বাস্তবায়িত করার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। হলদিয়া স্মার্ট সিটি বানানোর জন্য একসময় রাজ্য সরকারের পক্ষ থেকে সার্কুলার এসেছিল সেই সময় হলদিয়া কে সুন্দর করে সাজানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল ।‌হলদিয়া পৌর এলাকায় যে পার্ক গুলি রয়েছে সেই পার্কের আধুনিকরণ করা হচ্ছে হলদিয়া পৌরসভার সামনে  ভাষা উদ্যানে আই লাভ হলদিয়া পার্কে লেখা রয়েছে এবং আগামী দিনে বেশ কয়েকটি পার্কে লাইট এন্ড সাউন্ড এর জন্য উদ্যোগ নিয়েছেন হলদিয়া পৌর কর্তৃপক্ষ । 

হলদিয়া শিল্প থাকার জন্য মানুষ কোথাও দাঁড়াতে পারে না বসার জন্য জায়গা নেই মানুষের মন ভালো করার জন্য লাইট অ্যান্ড সাউন্ড এর ব্যবস্থা করেছে পৌরসভা।

হলদিয়া পৌর এলাকায় থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য এবং ক্যান্সার রোগীদের জন্য মেডিসিন খরচ দেবে হলদিয়া পৌরসভা এবং তার সাথে সাথে ট্রাই সাইকেল এবং চশমা প্রতিটি হিসেবে আজ তুলে দেওয়া হয় ৭৭ তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানের মঞ্চে।

আজকের অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী,হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক সুপ্রভাত চ্যাটার্জি ফিন্যান্স অফিসার দুলাল সরকার হলদিয়া পৌরসভার ইও তাপস মুখোপাধ্যায়   প্রমূখ।


হলদিয়া: পরিবেশ রক্ষার সঙ্গে সরকারি জমি বেদখল ঠেকাতে ফলের বাগান তৈরি করছে পুরসভা। বন্দর শহরজুড়ে ৫ লক্ষের বেশি গাছ লাগানো হবে। গাছ দেখভালের দায়িত্ব দেওয়া হচ্ছে বেসরকারি এজেন্সিকে। গাছ বাঁচাতে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলের পড়ুয়াদের জন্য সদ্য চালু হওয়া গ্রিন স্কলারশিপ)-এর মতো পুর কর্তৃপক্ষও নতুন পদক্ষেপ করার ভাবনাচিন্তা করছে। শিল্পশহরের জলাভূমি, খাসজমি, পতিতজমি, রাস্তার দুপাশ, নদী তীরবর্তী এলাকা এবং বেহাল পার্কগুলির পুনরুজ্জীবন ঘটিয়ে উদ্যান শহর, গড়ে তোলার নকশা তৈরি করছে পুর কর্তৃপক্ষ। এজন্য ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম (এনক্যাপ) তহবিল থেকে হলদিয়াকে কয়েক কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। হলদিয়ায় ধূলিকণা দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেই পুর কর্তৃপক্ষ কার্যত আদাজল খেয়ে সবুজায়নের জন্য মাঠে নেমেছে। কারণ দূষণ সূচকের ওঠানামা, দূষণ নিষেধাজ্ঞা সরাসরি প্রভাব ফেলে হলদিয়ার শিল্প

পরিবেশ রক্ষা ও সরকারি জমি বাঁচাতে ফলের বাগান গড়বে হলদিয়া পুরসভা কর্তৃপক্ষ। অভিযোগ, হলদিয়ায় ব্যাপকহারে সরকারি দপ্তরের জমিতে ঝুপড়ি গজিয়ে ওঠার পাশাপাশি কোটি ৪৭ লক্ষ টাকা পেয়েছে। তবে ডিসেম্বর নাগাদ হচ্ছে। এতে শহরে সবুজ বাড়বে এবং জমি রক্ষার হয়ে গিয়েছিল। এনক্যাপের টাকায় এবার সংস্কার হচ্ছে। বন্দরের পতিত জমিতে গ্রিন সিটি প্রকল্পে গাছ কর্তৃপক্ষকে এবিষয়ে চিঠি দেবে পুরসভা বলে

বিনিয়োগে। এনক্যাপ তহবিল থেকে গ্রিন সিটি প্রকল্প বা ‘সবুজ শহর' গড়ার কাজ শুরু করেছে পুরসভা। জমি দখল হচ্ছে। পুরসভা, হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ মঙ্গলবার স্বাধীনতা দিবসে এই প্রকল্পের সূচনা করেন (এইচডিএ) সহ বন্দর এবং রাজ্য সরকারের বিভিন্ন জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি। হলদিয়া পুরসভার এগজিকিউটিভ অফিসার তাপস মুখোপাধ্যায় বলেন, বেআইনিভাবে বিক্রিও হচ্ছে জমি। খাস জমি দখল সারা দেশে ১৩১টি এনক্যাপ শহর রয়েছে, অর্থাৎ এই নিয়ে জায়গা বিক্রির রমরমা ব্যবসা চলছে শিল্পশহর শহরগুলিতে সবুজায়নের মাধ্যমে ধূলিকণা দূষণ জুড়েই। হলদিয়ার মহকুমা শাসক এবং পুর প্রশাসক কমাতে এনক্যাপ তহবিল থেকে অর্থ দেওয়া হচ্ছে। সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, জমি বেদখল রুখতে এরমধ্যে হলদিয়া, কলকাতা সহ রাজ্যের ৬টি শহর পুর কর্তৃপক্ষ সেই জমিতে এবার গাছ লাগিয়ে দিচ্ছে। রয়েছে। গত অর্থবর্ষে ওই তহবিল থেকে পুরসভা ১ আম, কাঁঠাল সহ বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো টাকা আসায় টেন্ডার প্রসেস করতে সময় চলে সঙ্গে স্থায়ী সম্পদ তৈরি হবে। উমপুনে পার্কগুলি নষ্ট গিয়েছে। ফলে সবুজায়নের কাজ শুরু করতে খানিকটা দেরি হয়েছে। তবে পার্ক সংস্কার, দূষণ মাপতে সেন্সর লাগানো ডিসপ্লে বোর্ড ইতিমধ্যেই শহরের বিভিন্ন লাগাতে গিয়ে বাধা আসছে বলে অভিযোগ

No comments