হলদিয়া জন শিক্ষন সংস্থান- দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Wp8e0r7rACk
হলদিয়া জন শিক্ষন সংস্থান- দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করল।
গর্বের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন সংস্থার অধিকর্তা…
হলদিয়া জন শিক্ষন সংস্থান- দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/Wp8e0r7rACk
হলদিয়া জন শিক্ষন সংস্থান- দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করল।
গর্বের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন সংস্থার অধিকর্তা সুকান্ত বন্দ্যোপাধ্যায়। পরে তিনি নেতাজীর মূর্তিতে ও শহীদ বেদীতে মাল্যদান করেন।
তিনি বলেন দেশের অখন্ডতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেককে সচেতন থাকতে হবে। দেশের জনগণের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। অনুষ্ঠানে টেলারিং কোর্সের ছাত্রীরা সমবেত জাতীয় সংগীত পরিবেশন করেন। শিক্ষার্থী প্রজাপতি দাস সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে একটি বর্নাঢ্য রেলীর আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী শান্তনু রায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দূর্গা পদ মিশ্র, অমিতাভ বাগ, পুলক পট্টনায়েক, শিক্ষিকা সংগীতা ভূঞ্যা,নুর ইসলাম প্রমূখ।
No comments