Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিকাশির উপর অবৈধ পদক্ষেপ

নিকাশির উপর অবৈধ পদক্ষেপ 
 নিকাশি নালার ওপরে অবৈধ নির্মাণে কড়া পদক্ষেপ করল পুর প্রশাসন। পুর প্রশাসকের নির্দেশে পুলিশের হস্তক্ষেপে নিকাশি নালার ওপর বেআইনি নির্মাণ খুলে নিলেন। ব্যবসায়ী।স্থানীয় সূত্রে খবর, হলদিয়া পুরসভার ২ নম্বর …

 



নিকাশির উপর অবৈধ পদক্ষেপ 


 নিকাশি নালার ওপরে অবৈধ নির্মাণে কড়া পদক্ষেপ করল পুর প্রশাসন। পুর প্রশাসকের নির্দেশে পুলিশের হস্তক্ষেপে নিকাশি নালার ওপর বেআইনি নির্মাণ খুলে নিলেন। ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে খবর, হলদিয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ধনবেড়িয়া মৌজায় হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের পাশ বরাবর একটি নিকাশি নালার ওপর অবৈধ ভাবে দোকান সম্প্রসারণের কাজ কাজ চালাচ্ছিলেন দীপঙ্কর দাস নামে স্থানীয় এক ব্যবসায়ী। অভিযোগ জানিয়ে পুর প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এলাকার এক প্রভাবশালী নেতার মদতেই ওই ব্যবসায়ী নিকাশির নয়ানজুলি ভরাট করে অবৈধ নির্মাণ করছেন। এদিকে এই এলাকায় হাইড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতে হাঁটু জল জমে যায়। ফলে এই ভাবে নিকাশি নালা অবরুদ্ধ হতে থাকলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে আশঙ্কা করছিলেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের তরফে অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুর প্রশাসন। পুর প্রশাসনের নির্দেশে বিষয়টিতে হস্তক্ষেপ করে সুতাহাটা থানা। সুতাহাটা থানা থেকে ওই ব্যবসায়ীকে জানিয়ে দেওয়া হয় নয়ানজুলি ভরাট করে অবৈধ নির্মাণ করা যাবে না। থানার নির্দেশ পাওয়ার পরেই ওই ব্যবসায়ী সম্প্রসারিত নির্মাণ ভেঙে দেন। অভিযুক্ত ব্যবসায়ী দীপঙ্কর দাস বলেন, “ সুতাহাটা থানা থেকে নির্মাণ ভেঙে দিতে বলা হয়েছিল। থানার নির্দেশ মতো কাজ করেছি।” হলদিয়ার মহকুমা শাসক তথা পুরপ্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, “ সুতাহাটা থানাকে অবৈধ নির্মাণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।”


No comments