এবার ৬ হাজার মিটার গভীর সমুদ্রে মানুষ পাঠাবে ভারত
রহস্য কি শুধু মহাকাশেই? রহস্য লুকিয়ে আছে সাগরেও। ‘কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে' . তা জানতে আগ্রহ সবার। এবার সেই রহস্য উন্মোচনেই উদ্যোগী হল ভারত। সম্প্রতি অতলান…
এবার ৬ হাজার মিটার গভীর সমুদ্রে মানুষ পাঠাবে ভারত
রহস্য কি শুধু মহাকাশেই? রহস্য লুকিয়ে আছে সাগরেও। ‘কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে' . তা জানতে আগ্রহ সবার। এবার সেই রহস্য উন্মোচনেই উদ্যোগী হল ভারত। সম্প্রতি অতলান্তিকের গভীরে গিয়ে জলের চাপে ধ্বংস হয়ে গিয়েছিল “টাইটান’। এবার সমুদ্রের গভীরে যান পাঠাবে ভারত। বৃহস্পতিবার রাজ্যসভায় ভারতের এই সমুদ্র অভিযান পরিকল্পনার কথা জানিয়েছেন ভূ-বিজ্ঞানমন্ত্রী কিরেণ রিজিজু। তিনি বলেছেন, ব্লু-ইকনমিক নীতি মেনে সমুদ্রযান প্রকল্পের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই পরিকল্পনা অনুযায়ী, গভীর সমুদ্রের নাড়ি নক্ষত্র জানতে একটি ডুবোজাহাজে করে তিনজন গবেষককে সমুদ্রেরছ'হাজার মিটার গভীরে পাঠানো হবে। সেই সমুদ্রযানের নাম দেওয়া হয়েছে ‘মৎস্য-৬০০০'। এর নক্সা তৈরি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশিয়ান টেকনলজি বা নিওট। গবেষকদের দাবি, এই সমুদ্রযানটিতে থাকছে সমস্ত অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। স্বাভাবিক অবস্থায় ১২ ঘণ্টা ও জরুরি অবস্থায় ৯৬ ঘণ্টা পর্যন্ত সমুদ্রের চাপ সহ্য করার ক্ষমতা আছে এই যানটির। কেন্দ্রের দাবি, সমুদ্রের বাস্তুতন্ত্রকে কোনওরকম ব্যহত না করে সামুদ্রিক সম্পদ অন্বেষণ করাই এই
No comments