বোর্ড গঠনের দিন যত এগিয়ে আসবে দলবদলের সংখ্যা বাড়বে কেনা বেচায় নামবে শাসক ও বিরোধী দলতৃণমূলে যোগ দিলেন সুতাহাটার সিপিএম সদস্য বোর্ড গঠনের প্রাক্কালে রবিবার সুতাহাটার এক সিপিএমের পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। এদিন কুঁকড়াহা…
বোর্ড গঠনের দিন যত এগিয়ে আসবে দলবদলের সংখ্যা বাড়বে কেনা বেচায় নামবে শাসক ও বিরোধী দল
তৃণমূলে যোগ দিলেন সুতাহাটার সিপিএম সদস্য
বোর্ড গঠনের প্রাক্কালে রবিবার সুতাহাটার এক সিপিএমের পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। এদিন কুঁকড়াহাটি গ্রাম পঞ্চায়েতের হরিবল্লভপুর বুথ থেকে জয়ী সিপিএমের শেখ ফারহান আলি শাসকদলে যোগ দেন। তমলুকে পার্টি অফিসে জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক সৌমেন মহাপাত্র তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। উল্লেখ্য, কুকড়াহাটি পঞ্চায়েতের মোট ২৩টি আসন। তারমধ্যে বিজেপি ১১টি, তৃণমূল ১০টি এবং সিপিএম দু'টি আসনে জয়ী হয়। সিপিএমের এক প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় বোর্ড গঠনের লড়াইয়ে থাকল শাসকদল। সৌমেনবাবু বলেন, উন্নয়নের নিরিখে এবার পঞ্চায়েত নির্বাচন হয়েছে। আমাদের প্রার্থীরা একচেটিয়া জায়গা থেকে জয়ী হয়েছেন। কিছু জায়গায় মানুষ ভুল বুঝে বিরোধীদের জয়ী করেছেন। জয়ী বিরোধী প্রার্থীদের কেউ কেউ এখন উন্নয়নের স্বার্থে আমাদের দলে আসছেন। আমরা তাঁদের স্বাগত জানাচ্ছি।
তৃণমূলে যোগ দিয়ে শেখ ফারহান আলি বলেন, কোনও ভয় কিংবা প্রলোভন নয়, এলাকার উন্নয়নের কথা ভেবেই আমার দল বদল। তৃণমূল বোর্ড গঠন করলে আমাদের এলাকায় উন্নয়ন হবে। এলাকাবাসীর দাবিদাওয়া পূরণ করতে পারব।
No comments