Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুরুষোত্তম মাসে ঝুলন যাত্রার সমাপ্তি

পুরুষোত্তম মাসে ঝুলন যাত্রার সমাপ্তি পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া প্রতিষ্ঠিত হয়েছে ইসকনের দ্বারা রাধা পার্থসারথি মন্দির সেই মন্দিরে একাদশী থেকে শুরু হয়েছিল ঝুলন যাত্রা আজ ঝুলন যাত্রা সমাপ্তি, বহু ভক্ত ঝুলনের দোলনার র…

 




পুরুষোত্তম মাসে ঝুলন যাত্রার সমাপ্তি পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া প্রতিষ্ঠিত হয়েছে ইসকনের দ্বারা রাধা পার্থসারথি মন্দির সেই মন্দিরে একাদশী থেকে শুরু হয়েছিল ঝুলন যাত্রা 

আজ ঝুলন যাত্রা সমাপ্তি, বহু ভক্ত ঝুলনের দোলনার রশ্মি টেনে কৃষ্ণ রাধিকার লীলার সাক্ষী থাকলেন। ঝুলন শেষে সকল ভক্ত প্রসাদ গ্রহণ করলেন। মন্দিরের জেনারেল ম্যানেজার  লক্ষ্মী গোবিন্দ দাস বলেন গত ২৭ শে আগস্ট থেকে ঝুলন শুরু হয়েছিল আজ ৩১শে আগস্ট ঝুলন পূর্ণিমার শেষ দিন ।

2022 সালে নভেম্বরে রাধা পার্থ সারথি মন্দির এর প্রতিষ্ঠা হয়েছিল এবং এ বছরই ঝুলনের প্রথম বছর অগণিত ভক্ত এই ইসকন মন্দিরে এসেছেন ৭ ই সেপ্টেম্বর থেকে শুরু হবে জন্মাষ্টমীর পূজার পার্বন তিনদিন ধরে চলবে এই অনুষ্ঠান বহুদূরান্ত থেকে বহু ভক্ত আসছেন ইসকন মন্দিরে তবে এবারে জন্মাষ্টমীতে বিশেষ আকর্ষণের বহু বিদেশি ভক্ত আসার সম্ভাবনা রয়েছে।


No comments