অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ পূর্ব মেদিনীপর জেলা সুতাহাটা থানার অন্তর্গত দেউলপোতা অঞ্চল অফিসের সামনে থেকে দেহ উদ্ধার হয়। সুত্রের খবর ভোররাতে কোন একটি গাড়ি অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায় । ব্রজলাল…
অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ পূর্ব মেদিনীপর জেলা সুতাহাটা থানার অন্তর্গত দেউলপোতা অঞ্চল অফিসের সামনে থেকে দেহ উদ্ধার হয়। সুত্রের খবর ভোররাতে কোন একটি গাড়ি অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায় । ব্রজলাল চক-চৈতন্যপুর রাজ্য সড়কের উপর দেহটি পড়ে থাকে। সকাল হতেই পথ চলতি মানুষ দেখতে পায় খবর দেয় সুতাহাটা থানায় ।সুতাহাটা থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন।
এলাকার মানুষের দাবি রাজ্য সরকারের উদ্যোগে পূর্ব মেদিনপুর জেলার বেশ কয়েকটি ভবঘুরেদের জন্য আবাসন তৈরি হয়েছিল।
কিন্তু সেই আবাসন গুলো এখন প্রায় বন্ধের পথে বহু ভবঘুরে ঘুরে বেড়ায় শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায়। সেই অনুযায়ী এই মৃত ব্যক্তি ভবঘুরে বলে অনেকেই দাবি।
কি এর পরিচয় নাম ঠিকানা এখনো পুলিশ জানতে পারেনি। স্থানীয় মানুষের বক্তব্য সিসি ক্যামেরা লাগানো রয়েছে প্রত্যেকটি বাজারে মোড়েতেই তাই সিসি ক্যামেরা দেখে যদি গাড়িটিকে সনাক্ত করা হয় তাহলে হয়তো ধরা পড়তে পারে কিন্তু কে এই ব্যাক্তি সে নিউ ধন দিয়ে রয়েছেন এলাকার মানুষ। রাজ্য সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি আবাসন রয়েছেন ভবঘুরেদের জন্য সেই আবাসন গুলি অবিলম্বে যাতে চালু করা হয় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন।
No comments