পূর্ব মেদিনীপুর জেলায় ওসি বদলি খেজুরি ও তালপাটিঘাট কোস্টাল থানার ওসিদের বদলি করা হল। সম্প্রতি পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে খেজুরিতে অশান্তির জেরেই এই বদলি বলে পুলিস মহলের চর্চা। খেজুরি থানার ওসি অমিত দেবকে কাঁথি থানার বদলি করা হয…
পূর্ব মেদিনীপুর জেলায় ওসি বদলি
খেজুরি ও তালপাটিঘাট কোস্টাল থানার ওসিদের বদলি করা হল। সম্প্রতি পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে খেজুরিতে অশান্তির জেরেই এই বদলি বলে পুলিস মহলের চর্চা। খেজুরি থানার ওসি অমিত দেবকে কাঁথি থানার বদলি করা হয়েছে। ময়না থানার এসআই সোমনাথ শীটকে খেজুরি থানার ওসি করা হল। অপরদিকে, তালপাটিঘাট কোস্টাল থানার বুদ্ধদেব মালকে তমলুক থানায় বদলি করা হয়েছে। হেঁড়িয়া ফাঁড়ির ইন-চার্জ গৌরব মিত্র তালপাটিঘাট কোস্টালের ওসি হয়েছেন। কাঁথি থানার এসআই সৌমেন মণ্ডল হেঁড়িয়া ফাঁড়ির ইন- চার্জ হলেন। তালপাটিঘাট কোস্টালের আরও একজন এসআই অরিজিৎ চট্টোপাধ্যায়কে নন্দীগ্রাম থানায় বদলি করা হয়েছে। হলদিয়া মহিলা থানার ওসি মৌসুমী সর্দার দীঘা মোহনা কোস্টাল থানার ওসি হয়েছেন। দীঘা মোহনার ওসি দীপক চক্রবর্তী এগরা থানায় বদলি হয়েছেন। নন্দীগ্রাম থানার এসআই তরুণ সাধুখাঁকে নন্দকুমার থানা এবং ময়না থানার এসআই রবেন হেমব্রমকে পাঁশকুড়া থানায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার পুলিস সুপার অমরনাথ কে ১২ জন সাব ইন্সপেক্টরের বদলির নির্দেশিকা জারি
No comments