যাদবপুর কলেজে ছাত্র মৃত্যুর পর এবার কি হলদিয়া?পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া শিক্ষার নগরী গান্ধীনগরী গড়ে উঠেছে।বিজ্ঞাপন
শিক্ষায় নগরী গান্ধীনগরে বেশ কয়েকটি কলেজ রয়েছে বেশিরভাগ কলেজ পড়ুয়ারা বিভিন্ন রাজ্যের থেকে আসে …
যাদবপুর কলেজে ছাত্র মৃত্যুর পর এবার কি হলদিয়া?
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া শিক্ষার নগরী গান্ধীনগরী গড়ে উঠেছে।
বিজ্ঞাপন
শিক্ষায় নগরী গান্ধীনগরে বেশ কয়েকটি কলেজ রয়েছে বেশিরভাগ কলেজ পড়ুয়ারা বিভিন্ন রাজ্যের থেকে আসে এবং এলাকায় ঘর ভাড়া নিয়েই তারা পড়াশোনা করেন। গত ২৪ শে আগস্ট এক ছাত্রকে তার ভাড়ার ঘরে গিয়ে মারধর করে বলে অভিযোগ উঠে। হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেন মাম্পি খাটুয়া নামে এক ব্যক্তি বিশেষ সূত্রে জানা যায় বহিরাগত কলেজ ছাত্ররা গিয়ে ভাড়ার ঘরে ছাত্রটিকে মারেন তার নাম আউশ বর্তমানে এনআরএস এ ভর্তি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
রাজ্যের যাদবপুর কলেজে ছাত্র-মৃত্যু ঘটনার পরও এখনও প্রশাসন সক্রিয় হতে পারল না ই ধরনের যদি র্যাগিং চলে তাহলে সুরক্ষিত কোথায়। প্রত্যেকেরই বাবা-মা পয়সা খরচ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য পড়াশোনা করাচ্ছে কিন্তু সেই এলাকার বহিরাগত ছাত্ররা নবাগত ছাত্রদের উপর যদি প্রতি নিয়ত শারীরিক নির্যাতন করে সেই নবাগত ছাত্ররা যাবে কোথায়? কলেজে নতুন করে ছাত্রকে আসবে না বহিরাগত ছাত্রদের তাণ্ডবে বন্ধ হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান নজর দেবেনা প্রশাসন নজর দেবেনা কলেজ কর্তৃপক্ষ শুধু কি দায় ছাড়া কাজ করবে ?
No comments