Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলার স্থায়ী বন্যারোধ ও জলনিকাশীর দাবীতে কলকাতা অভিযানের ডাক

পূর্ব মেদিনীপুর জেলার স্থায়ী বন্যারোধ ও জলনিকাশীর দাবীতে কলকাতা অভিযানের ডাক
পূর্ব মেদিনীপুর জেলার বন্যা প্রতিরোধ ও জলনিকাশী সমস্যার স্থায়ী সমাধানে সমস্ত নিকাশী খালগুলি অবিলম্বে সংস্কারের দাবীতে আজ জেলা বন্যা- ভাঙন প্রতিরোধ কমিটির…

 



পূর্ব মেদিনীপুর জেলার স্থায়ী বন্যারোধ ও জলনিকাশীর দাবীতে কলকাতা অভিযানের ডাক


পূর্ব মেদিনীপুর জেলার বন্যা প্রতিরোধ ও জলনিকাশী সমস্যার স্থায়ী সমাধানে সমস্ত নিকাশী খালগুলি অবিলম্বে সংস্কারের দাবীতে আজ জেলা বন্যা- ভাঙন প্রতিরোধ কমিটির উদ্যোগে মেচেদা বিদ্যাসাগর লাইব্রেরী হলে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ১১ টি শাখা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্লক এলাকার ভুক্তভোগী জনসাধারণ যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা অধ্যাপক জয়মোহন পাল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি উৎপল প্রধান,যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও জগদীশ সাউ, সহঃ সভাপতি মধুসূদন বেরা প্রমুখ। সভা থেকে ১২ অক্টোবর কলকাতা অভিযানের কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ওই কর্মসূচির মাধ্যমে রাজ্যপাল ও মূখ্যমন্ত্রী এবং সেচমন্ত্রীর নিকট ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত হয়।

কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, গত ২০২১ সালে জেলাব্যাপী বন্যা ও জলবন্দী পরিস্থিতির পর এ যাবৎ সেচ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনও খাল সংস্কারে হাত দেওয়া হয় নি। ফলস্বরূপ বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে উপরোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

No comments