Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ থেকে শুরু হচ্ছে হলদিয়া ইসকন মন্দিরের ঝুলন যাত্রা উৎসব

আজ থেকে শুরু হচ্ছে হলদিয়া ইসকন মন্দিরের ঝুলন যাত্রা উৎসবপূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে রাধা পার্থ সারথি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ইসকনের এই মন্দিরে আজ থেকে শুরু হবে ঝুলন যাত্রা উৎসব।
হিন্দু ধর্মের বিশেষত ব…

 


আজ থেকে শুরু হচ্ছে হলদিয়া ইসকন মন্দিরের ঝুলন যাত্রা উৎসব

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে রাধা পার্থ সারথি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ইসকনের এই মন্দিরে আজ থেকে শুরু হবে ঝুলন যাত্রা উৎসব।


হিন্দু ধর্মের বিশেষত বৈষ্ণবদের একটি গুরুত্বপূর্ণ উৎসব ঝুলন যাত্রা। একাদশী থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসবের সমারোহ। দোল পূর্ণিমার পরে বৈষ্ণবদের আরো একটি বড় উৎসব ঝুলন । বৃন্দাবনের রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি, সখা সখিদের সঙ্গে দোলনায় দোলার লীলা কে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল । 

বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা নবদ্বীপ মায়াপুর এবং বিশ্বের যেখানে বৈষ্ণব ধর্মাবলম্বীদের অবস্থান, সেইসব জায়গায় এই উৎসব  সাড়ম্বরে শহীদ পালিত হয়।

পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া প্রতিষ্ঠা হয়েছে ইসকনের মন্দির রাধা পার্থ সারথি মন্দিরে বিরাজ করছেন রাধা কৃষ্ণের মূর্তি তার সাথেই রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা আজ থেকে শুরু হবে ঝুলন উৎসব সেই উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানালেন রাধা পার্থ সারথী মন্দিরের ইসকন ভক্ত বৃন্দ।

No comments