মহিষাদল থানার বড় সাফল্যপূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় মহিষাদল থানার বড় সাফল্য ।মহিষাদল কাপাস এরিয়া সংলগ্ন এলাকায় এক জায়গা থেকে ড্রাগ নেশার কেন্দ্র থেকে গোপন ডেরা পেয়ে মহিষাদল থানার পুলিশ হানাদেয়।ডেরা থেকে উদ্ধার…
মহিষাদল থানার বড় সাফল্য
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় মহিষাদল থানার বড় সাফল্য ।মহিষাদল কাপাস এরিয়া সংলগ্ন এলাকায় এক জায়গা থেকে ড্রাগ নেশার কেন্দ্র থেকে গোপন ডেরা পেয়ে মহিষাদল থানার পুলিশ হানাদেয়।
ডেরা থেকে উদ্ধার হয় বেশকিছু ড্রাগ ইনজেকশন গাজা সহ নানা প্রকার ড্রাগের সামগ্রী উদ্ধার করে। তার সাথে উদ্ধার হয় দুটি মোটর বাইক। পুলিশকে দেখে অভিযুক্তরা পালিয়ে যায় অভিযুক্তদের তল্লাশিতে নেমেছে মহিষাদল থানার পুলিশ। ড্রাগের ব্যবসা করছে সেই চক্রকে ধরার জন্য তদন্তে নেমেছেন মহিষাদল থানার পুলিশ।
No comments