নতুন প্রজন্মদের নতুন করে হাতে-কলমে শিক্ষা দেওয়ার উদ্যোগ নিলেন মহিষাদল বিশ্ব কলা কেন্দ্রসুন্দর কথা সুন্দর সুর মানুষের মন ছুয়ে যায় আর তাই সবাই সুন্দরভাবে বলতে বলতে কথা বলতে চায় সুন্দর কথা শুনতে চায় ছোটবেলা থেকে যাতে ছেলেমেয়ের…
নতুন প্রজন্মদের নতুন করে হাতে-কলমে শিক্ষা দেওয়ার উদ্যোগ নিলেন মহিষাদল বিশ্ব কলা কেন্দ্র
সুন্দর কথা সুন্দর সুর মানুষের মন ছুয়ে যায় আর তাই সবাই সুন্দরভাবে বলতে বলতে কথা বলতে চায় সুন্দর কথা শুনতে চায় ছোটবেলা থেকে যাতে ছেলেমেয়েরা সুন্দরভাবে কথা বলতে শেখে সেজন্য হয়তো অনেকেই চেষ্টা করেন সুন্দর কথা বলানোর জন্য তবুও কিছু কিছু মানুষ আছে যারা শুধু সুন্দর করে কথা বলে না, তাদের কথা হয় শিল্প হ্যাঁ তারা বাচিক শিল্পী।
বিজ্ঞাপন
মহিষাদল বিশ্ব কলা কেন্দ্রের স্বপ্নের উদ্যোগ স্কুলে স্কুলে বাচিক কর্মশালা ও কুইজ ভবিষ্যৎ প্রজন্মের প্রতিটি ছেলেমেয়েদের তথা সকল ছাত্র-ছাত্রীদের পড়াশোনাকে ত্বরান্বিত করতে বিভিন্ন ভাষা জ্ঞান উচ্চারণ পদ্ধতি বুদ্ধির বিকাশ আত্ম বিকাশ নিজের প্রতিভার প্রকাশ পড়াশুনোর প্রতি মনোযোগ বৃদ্ধি শুধু বাংলা উচ্চারণ আবৃত্তি মাইক্রোফোনের ব্যবহার সঞ্চালনা শ্রুতি নাটক ও পাঠ্যপুস্তক বহির্ভূত সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় নিয়ে প্রতি স্কুলের প্রাথমিক বিভাগ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির অবিরত করে চলছে বিশ্ব কলা কেন্দ্র। সংস্থাটি 2010 সালে স্থাপিত হয়ে সারা বছর ধরে শিল্প সংস্কৃতি সমাজসেবা পরিবেশ সচেতনতা ইত্যাদি বিষয়ে উপর সারা জেলা জুড়ে কাজ করার চেষ্টা করে চলছে। প্রত্যন্ত গ্রামগঞ্জে আবৃত্তি অংকন সঞ্চালনা ইত্যাদি বিষয়ে তিন থেকে 63 বছর বয়স পর্যন্ত সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে চলছে স্কুলে স্কুলে বাচিক কর্মশালা ও কুইজের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করার মহিষাদল ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী গৌতম মহারাজ। হরিখালী বসন্ত কুমার বাণী মন্দির হাই স্কুল থেকে স্কুলের অন্যতম সরকারি শিক্ষক সৌরভ কুমার ভূঁইয়া বলেন বিশ্ব কোলা কেন্দ্রের এই অভিনব উদ্যোগে সাধুবাদ জানাই এই উদ্যোগে কেবলমাত্র স্কুলের ছাত্র-ছাত্রীরা উপকৃত হচ্ছেন না বরং ভবিষ্যতের একটা প্রজন্ম নিজেকে সুন্দর করে তোলার জন্য নতুন স্বপ্ন উপহার পাচ্ছে।
নিঃশুল্কভাবে স্কুলে স্কুলে বাচিক শিল্পের প্রশিক্ষণ দিচ্ছেন বিশ্বকলা কেন্দ্রের সম্পাদক জনপ্রিয় সঞ্চালক বাচিক শিল্পী বিশ্বনাথ গোস্বামী ও সম্পা চক্রবর্তী কুইজের প্রশিক্ষণ দিচ্ছেন প্রখ্যাত কুইচ মাস্টার ও শিক্ষক সন্দীপন দাস ইতিমধ্যে এই কর্মশালা যে স্কুলে সম্পন্ন হয়েছে হরিখালী বসন্তকুমার বাণীমন্দির হাই স্কুল দক্ষিণ কাশিমনগর হাই স্কুল তাজপুর বিদ্যাসাগর আশ্রম কুঠি, কাঠারি বার বালিকা বিদ্যালয় রাজারামপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় দাড়িবেড়িয়া আদর্শ শিক্ষা সদন হাই স্কুল রাজাচকনিউ প্রাথমিক বিদ্যালয় মধ্য হিংলি হাই স্কুল।
স্কুল থেকে স্কুলের ছুটে চলছে বিশ্ব কলা কেন্দ্রের সদস্য শুভানুধ্যায়ী চিন্ময় গোস্বামী সুনীল মাইতি বিপ্লব কুইলা শান্তি প্রসাদ বর্মন অতনু রায় প্রদীপ মাইতি দিলীপ মাইতি সন্দীপ মাইতি সন্তু কর্মকার, রুমা দাস অধিকারী মহম্মদ আসিফ রঘুনাথ কামিলা ও অন্যান্য সদস্য সদস্যাগণ।
দক্ষিণ কাশিমনগর হাই স্কুলের শিক্ষক শংকর প্রসাদ মূর্মূ বলেন আমরা ভেবে আনন্দিত যে বর্তমান প্রজন্মের আত্ম বিকাশের জন্য বিশ্ব কলা কেন্দ্র এই অভিনব প্রশিক্ষণ দিচ্ছেন নি ঃশুল্কভাবে প্রণবানন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, মমতা মাইতি বলেন প্রতিটি ছেলেমেয়েদের ছোট থেকে আবৃত্তি শুদ্ধ উচ্চারণ সুন্দর কথা বলা মাইক্রোফোনের ব্যবহার ইত্যাদি খুবই প্রয়োজন যা বিশ্ব খেলা কেন্দ্র পূরণ করার চেষ্টা করছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন মাইতি বলেন আমরা অনুপ্রাণিত এমন উদ্যোগে ছোট ছোট ছেলে মেয়েদের সুন্দর মনের বিকাশ ঘটাতে মুখস্ত শক্তি বাড়াতে নিজেকে সুন্দর ভাবে তৈরি করতে এই প্রশিক্ষণ অবশ্যই জরুরী আমরা চাই বিশ্ব কলা কেন্দ্র এই প্রশিক্ষণ প্রতি মাসেই আমাদের বিদ্যালয়ের ব্যবস্থা করুন বিভিন্ন বিদ্যালয়ের শুধু শিক্ষক-শিক্ষিকারা নয় হাজার হাজার ছাত্রছাত্রীদের মধ্যে কথা বলার শিল্পের নজিরবিহীন সাড়া পড়েছে সংস্থার সম্পাদক আবৃত্তি শিল্পী বিশ্বনাথ গোস্বামী বলেন আমরা সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সমস্ত বিদ্যালয়ের এই প্রশিক্ষণ দেবো ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের কথা ভেবে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করার জন্য যোগাযোগ করে চলছেন এবং আমাদের তালিকা তো অসংখ্য স্কুল রয়েছে যেখানে ক্রমান্বয়ে আমরা প্রশিক্ষণ দিতে ছুটে চলছি
No comments