Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আগামী বছরই উদ্বোধন দীঘার জগন্নাথ মন্দির- ফিরহাদ

আগামী বছরই উদ্বোধন দীঘার জগন্নাথ মন্দির- ফিরহাদ
প্রভু জগন্নাথদেবের প্রতি বাঙালির অপার ভক্তি। সেই সূত্রে রথ এবং উল্টোরথের সময় পুরীতে পশ্চিমবঙ্গবাসীর ভিড় উপচে পড়ে। একই সঙ্গে সারাবছর পুরীর মন্দিরে বাঙালির উপস্থিতির হার থাকে চোখে প…

 



আগামী বছরই উদ্বোধন দীঘার জগন্নাথ মন্দির- ফিরহাদ


প্রভু জগন্নাথদেবের প্রতি বাঙালির অপার ভক্তি। সেই সূত্রে রথ এবং উল্টোরথের সময় পুরীতে পশ্চিমবঙ্গবাসীর ভিড় উপচে পড়ে। একই সঙ্গে সারাবছর পুরীর মন্দিরে বাঙালির উপস্থিতির হার থাকে চোখে পড়ার মতো। ধর্মপ্রাণ রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন। পূর্ব মেদিনীপুরের দীঘায় তৈরি হচ্ছে পুরীর আদলে জগন্নাথ মন্দির।

প্রসঙ্গটি বৃহস্পতিবার উত্থাপিত হয় বিধানসভায়। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রশ্নের জবাবে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ১৪৩ কোটি টাকায় দীঘায় এই মন্দির তৈরি হচ্ছে। পুরীর আদলে এই মন্দির আগামী একবছরের মধ্যে তৈরি হয়ে যাবে। রাজ্যের এই উদ্যোগ পর্যটন ক্ষেত্রে দীঘাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে বলেই আশা প্রকাশ করেন ফিরহাদ।

No comments