Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লাইবেরিয়ানের শূন্য পদে রাজ্য পরীক্ষা নেবে ২৭ আগস্ট

লাইবেরিয়ানের শূন্য পদে রাজ্য পরীক্ষা নেবে ২৭ আগস্ট
আগামী ২৭ আগস্ট লাইব্রেরিয়ান পদে পরীক্ষা নেওয়া হবে। রাজ্যজুড়ে শূন্যপদ ৭৩৭টি। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই খবর জানিয়েছেন গ্রান্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।…

 



লাইবেরিয়ানের শূন্য পদে রাজ্য পরীক্ষা নেবে ২৭ আগস্ট


আগামী ২৭ আগস্ট লাইব্রেরিয়ান পদে পরীক্ষা নেওয়া হবে। রাজ্যজুড়ে শূন্যপদ ৭৩৭টি। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই খবর জানিয়েছেন গ্রান্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি আরও বলেন, রাজ্যে লাইব্রেরির সংখ্যা ২,৪৪০। সেগুলির মধ্যে সরাসরি সরকারি গ্রন্থাগার ১৩টি, শহুরে গ্রন্থাগার ১৯টি। এছাড়া আছে ২,২০৯টি গ্রামীণ গ্রন্থাগার। সব মিলিয়ে মোট কর্মী ৫,৬০০ জন। এইমুহুর্তে শূন্যপদের সংখ্যা হাজার চারেক। এ প্রসঙ্গেই বিভাগীয় মন্ত্রী চলতি মাসেই লাইব্রেরিয়ান পদে পরীক্ষা আয়োজনের কথা ঘোষণা করেন। মন্ত্রীর দাবি, সমস্ত প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হবে পুজোর পর। রাজ্যের লাইব্রেরিগুলিতে বইয়ের মোট সংখ্যা ২ কোটি ৭ লক্ষ ২৫ হাজার ৪৭৫। আইলার সময় ১০ লক্ষাধিক বই নষ্ট হয়ে গিয়েছে। ৩৪ হাজার দুষ্প্রাপ্য বই রাজ্য সরকার ডিজিটালাইজ পদ্ধতিতে সংরক্ষণও করেছে।

No comments