Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১ লক্ষ টাকা খোয়ালেন হলদিয়ার যুবক

১ লক্ষ টাকা খোয়ালেন হলদিয়ার যুবকসাইবার প্রতারকদের খপ্পরে পড়ে ১ লক্ষ টাকা খোয়ালেন হলদিয়ার যুবকঅনলাইনে অর্ডার করা পণ্যের পার্সেলের খোঁজ নিতে গিয়ে সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে এক লক্ষ টাকা খোয়ালেন হলদিয়ার এক যুবক। ফোন কল রি…

 


১ লক্ষ টাকা খোয়ালেন হলদিয়ার যুবক

সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে ১ লক্ষ টাকা খোয়ালেন হলদিয়ার যুবক

অনলাইনে অর্ডার করা পণ্যের পার্সেলের খোঁজ নিতে গিয়ে সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে এক লক্ষ টাকা খোয়ালেন হলদিয়ার এক যুবক। ফোন কল রিসিভ করা মাত্রই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। প্রতিবার কল রিসিভ করার সময় তাঁর অ্যাকাউন্ট থেকে ৫০০০ করে টাকা কেটে নেওয়া হয়। এভাবে ২০বার বিভিন্ন নম্বর থেকে ওই যুবকের কাছে ফোন আসে। কিছুক্ষণ পর মোবাইলে মেসেজ পেতেই তাঁর চক্ষু চড়কগাছ। মিনিট পাঁচেকের মধ্যে তাঁর পিএনবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষ টাকা উধাও হওয়ার ঘটনায় মাথায় হাত পড়ে যুবকের। এই মর্মে হলদিয়ার দুর্গাচক থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, দুর্গাচক থানা এলাকার পানা দোরো জয়নগরের বাসিন্দা সমীর ভট্টাচার্য সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে ১ লক্ষ টাকা খুইয়েছেন বলে অভিযোগ করেছেন। ওই ব্যক্তি অনলাইন পার্সেলের জন্য গুগলে একটি সংস্থার মোবাইল নম্বর খুঁজতে গিয়েই বিপাকে পড়েন। সেই নম্বরের সূত্রে একটি লিঙ্ক পান যুবক। ওই লিঙ্কের মাধ্যমে তাঁকে অনলাইনে ৫ টাকা পাঠাতে বলা হয়। এরপর তাঁর কাছে পার্সেল ডেলিভারি নম্বর আসে। কিছুক্ষণ পর সেই নম্বর যাচাই করার নাম করে একাধিক ফোন আসতে থাকে এবং ফোন রিসিভ করতেই প্রতিবার ৫০০০ করে টাকা কেটে নেওয়া হয়। এদিকে, ফের সেই স্টেট ব্যাঙ্কের দু'টি আলাদা শাখা থেকে এটিএম নম্বর হ্যাকিংয়ের মাধ্যমে হলদিয়ার ভবানীপুর ও মহিষাদল থানা এলাকার দুই ব্যক্তির প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মহিষাদল থানার পুলিস জানিয়েছে, পুলিনচন্দ্র পাল নামে এক প্রৌঢ় তাঁর ক্রেডিট কার্ড হ্যাকিং করে ৫০ হাজার টাকার বেশি তুলে নেওয়ার অভিযোগ করেছেন। ওই ব্যক্তির সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রথমে দু'দফায় যথাক্রমে ৩২৭৯ টাকা এবং ১৯১০টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর আরও দু'দফায় ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ টাকা এভাবে উধাও হওয়ার কোনও সদুত্তর না দেওয়ায় পুলিন থানায় অভিযোগ করেন।

অন্যদিকে, হলদিয়ার ভবানীপুরের ব্রজলালচক এসবিআই শাখা থেকেও পর পর পাঁচদিনে ৪৫ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে বলে ঈশ্বরদহ জালপাইয়ের বাসিন্দা অনিমা বিষই পুলিসে অভিযোগ করেছেন। কেন এসবিআইয়ের বিভিন্ন শাখায় গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে, তা নিয়ে ধন্দে পুলিসের সাইবার ক্রাইম শাখাও।

হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে বলেন, সাইবার প্রতারকরা প্রতিদিনই কৌশল পাল্টে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এজন্য পুলিস অনেকগুলি সচেতনতা শিবিরও করেছে। কীভাবে ক্রেডিট কার্ড জালিয়াতি হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিস।

No comments