Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাওবাদী নেত্রীকে হাজিরা নোটিস

নন্দীগ্রামে মাওবাদী নেত্রীকে হাজিরা নোটিস ঘাটশিলা আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে এক মাওবাদী নেত্রীকে হাজিরা নোটিস জারি হল নন্দীগ্রামের সোনাচূড়া বাজার এলাকায়। নয়নতারা সাউ নামে ওই নেত্রীর বাপের বাড়ি সোনাচুরা বাজার থেকে এক …

 



নন্দীগ্রামে মাওবাদী নেত্রীকে হাজিরা নোটিস

 ঘাটশিলা আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে এক মাওবাদী নেত্রীকে হাজিরা নোটিস জারি হল নন্দীগ্রামের সোনাচূড়া বাজার এলাকায়। নয়নতারা সাউ নামে ওই নেত্রীর বাপের বাড়ি সোনাচুরা বাজার থেকে এক কিলোমিটার দক্ষিণে। বেআইনি কার্যকলাপ, বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবহার, সন্ত্রাস ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা রয়েছে তার বিরুদ্ধে।

পরিস্থিতি বুঝে বেপাত্তা নেত্রী।এবার গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড পুলিশ নন্দীগ্রামে তার বাপের বাড়ি এলাকায় হানা দিয়েছে। তার বাপের বাড়িতে আদালতের নোটিস মানুষকে দেওয়ার পাশাপাশি এদিন সোনাচুরা বাজার এলাকায় ঢোল পিটিয়ে আদালতের নির্দেশ জনসাধারণকে জানিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, ২০০৭ সালে নন্দীগ্রাম জমিয়ক্ষা আন্দোলনের সময় থেকে মাওবাদী কার্যকলাপে যুক্ত হন নয়নতারা। ২০০৮ সাল থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি।

No comments