Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মন্দিরের পাশ থেকে তেঁতুলে খরিশ উদ্ধার

মন্দিরের পাশ থেকে তেঁতুলে খরিশ উদ্ধারবৃষ্টি বাড়ছে সামনে ভাদ্র মাস  বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এ দিকে সাপের উপদ্রব বাড়ছে।সাপ আমাদের পরম বন্ধু সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে তাই সাপ কে বাঁচিয়ে রাখতে হবে। অনেক মানুষ সাপকে …

 



মন্দিরের পাশ থেকে তেঁতুলে খরিশ উদ্ধার

বৃষ্টি বাড়ছে সামনে ভাদ্র মাস  বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এ দিকে সাপের উপদ্রব বাড়ছে।

সাপ আমাদের পরম বন্ধু সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে তাই সাপ কে বাঁচিয়ে রাখতে হবে। অনেক মানুষ সাপকে মেরে ফেলে কিন্তু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নিরলস তারা সাপ কে নিয়ে বিভিন্ন বিষয়ে প্রচার অভিযান করছেন।

 সুতাহাটা শীতলা মন্দিরের পাশে লক্ষ্মণ খাটুয়ার বাড়ি মাছ ধরা ঘুনির মধ্যে দিয়ে তেঁতুলিয়া খরিশ সাপ টিকে উদ্ধার করে পশ্চিমবঙ্গে বিজ্ঞান মঞ্চের কর্মীরা।

প্রসঙ্গত, ঘুনির মধ্যে সাপ আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ সাপটিকে মেরে ফেলার জন্য লোকজন উপস্থিত হয়। লক্ষ্মণ বাবু তৎক্ষণাৎ খবর দেয় বিজ্ঞান মঞ্চের কর্মীদের।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে স্নেক ম্যান নকুল চন্দ্র ঘাঁটি ও মলয় পাত্র সাপটি কে উদ্ধার করে নিয়ে  যায়।  পরে বনদপ্তরের হাতে তুলে দিবেন বলে জানালেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের স্নেক ম্যান  নকুলচন্দ্র ঘাঁটি।

No comments