সভাধিপতি উত্তম বারিক একদিকে নেতা অন্যদিকে মঞ্চের অভিনেতারাজনৈতিক জীবনের হাতে খড়ি নিজের গ্রাম গোটসাউড়ি থেকে। গ্রামের ছেলে উত্তম বারিক গ্রাম ছাড়িয়ে এখন দাপিয়ে বেড়াচ্ছেন জেলার রাজনীতিতে। তৃণমূল সুপ্রিমোর আস্থা জিতে, দ্বিতীয়বা…
সভাধিপতি উত্তম বারিক একদিকে নেতা অন্যদিকে মঞ্চের অভিনেতা
রাজনৈতিক জীবনের হাতে খড়ি নিজের গ্রাম গোটসাউড়ি থেকে। গ্রামের ছেলে উত্তম বারিক গ্রাম ছাড়িয়ে এখন দাপিয়ে বেড়াচ্ছেন জেলার রাজনীতিতে। তৃণমূল সুপ্রিমোর আস্থা জিতে, দ্বিতীয়বার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সেই উত্তম বারিক একদিকে যেমন রাজনৈতিক নেতা, তেমনি নিজের গ্রামে হওয়া গ্রাম্য যাত্রাপালা গানে, তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি প্রমাণ করছেন- তিনি শুধু রাজনৈতিক নেতা নন, তিনি মঞ্চের অভিনেতাও বটে। এদিনের গ্রাম্য যাত্রাপালা গান মঞ্চে যেভাবে তিনি মঞ্চ মাতিয়েছেন, তা দেখে বিস্মিত জেলা বাসি। এদিন উত্তম বারিক অভিনীত "মা রেখেছি মাইনে করে, বউ রেখেছি পায়ে ধরে" যাত্রাপালা গানের কিছু অংশ তুলে ধরলাম আপনাদের সামনে।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির পাশাপাশি তিনি শক্ত হাতে বিধায়কের দায়িত্ব সামলাচ্ছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভায়। শত ব্যস্ততার মাঝেও তিনি গ্রাম্য যাত্রাপালা গানের অভিনয় মঞ্চ ছাড়েননি। গ্রামের মানুষের মন রাখতে, শত ব্যস্ততার মাঝেও তিনি ফুটিয়ে তুলেছেন তার সুদক্ষ অভিনয়। এদিনের অভিনয় বুঝিয়ে দিয়েছে, রাজনীতির পাশাপাশি তিনি সমান ভাবে দক্ষ অভিনয়ে।
সভাধিপতি হওয়ার পর সারা জেলায় শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি, এদিন শুভেচ্ছা জানালো গ্রামের মানুষজন। পাশাপাশি তিনি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে, জয় করলেন গ্রামের মানুষের মন। এবারের পঞ্চায়েত নির্বাচনে খেজুরীর মতো বিজেপির শক্ত ঘাঁটিতে, তৃণমূলের জেলা পরিষদ আসন, কঠিন লড়াই করে জয় ছিনিয়ে এনেছেন তিনি। যে এলাকায় একের পর এক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি গেছে বিজেপির ঝুলিতে, সেখান থেকেই জেলা পরিষদে আসনে তৃণমূলের জয় সুনিশ্চিত করেছেন তিনি। পাশাপাশি বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও, খেজুরি ২ ব্লকের পঞ্চায়েত সমিতিতে জয় সুনিশ্চিত করেছেন তৃণমূল কংগ্রেসের। রাজনীতিতে উনার এই দক্ষতার পুরস্কার স্বরূপ তৃণমূল সুপ্রিম তার হাতে তুলে দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব।
প্রতিবছরই স্বাধীনতা দিবস উপলক্ষে, গ্রামের ছেলে উত্তম বারিক অংশগ্রহণ করে গ্রাম্য যাত্রা পালা গানে। এবারেও তিনি "মা রেখেছি মাইনে করে বৌ রেখেছি পায়ে ধরে" এই যাত্রাপালা গানে অংশগ্রহণ করে, তিনি নিজেকে প্রমাণ করেছেন সুদক্ষ শিল্পী হিসেবে। জিতে নিলেন লাখো মানুষের ভালোবাসা। উনার এই অনবদ্য অভিনয় দেখতে হাজির হয়, গ্রামের হাজারো মানুষ। এত মানুষের ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে তিনি জানিয়েছেন- আগামী বছরও তিনি অংশগ্রহণ করবেন, ১৫ ই আগস্ট উপলক্ষে নিজের গ্রামে হওয়া যাত্রা পালা গানে।
No comments