Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লোকসভা অনাস্থা প্রস্তাব বিতর্কের আগেই রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক

লোকসভা অনাস্থা প্রস্তাব বিতর্কের আগেই রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক
লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। আজ সম্মিলিত ইন্ডিয়া  জোটের তরফে কংগ্রেস সাংসদ গৌরব গগোই অধ্যক্ষ ওম বিড়লার অনুমতিক্রমে প্রস্তাবটি পেশ করেন। তারপরই অনাস্থা…

 


লোকসভা অনাস্থা প্রস্তাব বিতর্কের আগেই রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক


লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। আজ সম্মিলিত ইন্ডিয়া  জোটের তরফে কংগ্রেস সাংসদ গৌরব গগোই অধ্যক্ষ ওম বিড়লার অনুমতিক্রমে প্রস্তাবটি পেশ করেন। তারপরই অনাস্থার প্রেক্ষিতে আলোচনা শুরু হওয়ার কথা। এদিকে রাজ্যসভাতে অনাস্থা নিয়ে আলোচনা শুরুর আগেই তুমুল হই-হট্টগোল শুরু হয়ে যায়। রাজ্যসভার অধিনিয়ম উল্লেখ করে ফের মণিপুর নিয়ে আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। চেয়ারম্যান জগদীপ ধনকার তখন তাঁর কাছ থেকে নিয়মের ধারাটি জানতে চান। ডেরেক সোচ্চারে সেই সময় ধারাটি উল্লেখ করেন ডেরেক। যার প্রেক্ষিতে রাজ্যসভার পরিষদীয় দলনেতা পিযুষ গোয়েল তাঁর সাসপেনশন দাবি করেন। চেয়ারম্যানও সেই দাবি মেনে বাকি বাদল অধিবেশনের জন্য ডেরেককে সাসপেন্ড করে দেন। এরপর সাময়িকভাবে রাজ্যসভা স্থগিত করে দেওয়া হয়। আজ অনাস্থা নিয়ে আলোচনা উপলক্ষে সংসদের দুই কক্ষই দফায় দফায় উত্তেজিত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সংসদে প্রত্যাবর্তনের পর আজই রাহুল গান্ধী প্রথম বক্তব্য রাখবেন বলে মনে করা হচ্ছে।  এতদিন আদালতের রায়ে সংসদের বাইরে থাকার পর আজ রাহুল কী বলেন সেই দিকেই নজর থাকবে দেশের রাজনৈতিক মহলের। আগামী তিনদিন অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা হবে সংসদে। মনে করা হচ্ছে, এই কদিন মণিপুর ইস্যুতে সংসদে ইন্ডিয়া বনাম এনডিএ-র যুযুধান লড়াই দেশবাসী দেখবে। আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দেবেন।

No comments