Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাজ না করেও টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে

কাজ না করেও টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে কাজ না করেও টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সুপার ভাইজার ও ঠিকাদারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছ…

 


কাজ না করেও টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে

 কাজ না করেও টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সুপার ভাইজার ও ঠিকাদারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের চককন্দু গ্রামের ঘটনা। স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি, পঞ্চায়েতে গত ২০২১- ২২ অর্থবর্ষে এমজিএনআরজিএস প্রকল্পে কংক্রিটের ঢালাই রাস্তা ও জলনিকাশির জন্য চককন্দু গ্রামে প্রায় ১৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ, কোন কাজ না করেই মথুরা গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার ও ঠিকাদার অন্য রাস্তা দেখিয়ে সমস্ত টাকা তুলে নিয়েছে। বহুবার স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে দরবার করেও মেলেনি সুরাহা। এরপরই চককন্দু গ্রামের বাসিন্দা রজনিকান্ত দাস তথ্য জানার অধিকার আইনে লিখিত অভিযোগ জানান। এরপরে সমস্ত তথ্য বেরিয়ে আসে। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক আধিকারিক ও পটাশপুর ২ ব্লক প্রশাসনের আধিকারিকেরা চককন্দু গ্রামে এসে সরজমিন সমস্ত কিছুই খতিয়ে দেখেন। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।

No comments