তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর, মহিলা কর্মীর শীলতাহানির অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকেনন্দীগ্রামে তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর, মহিলা কর্মীর শীলতাহানির অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির। নন্দীগ্রামের সোন…
তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর, মহিলা কর্মীর শীলতাহানির অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে
নন্দীগ্রামে তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর, মহিলা কর্মীর শীলতাহানির অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির। নন্দীগ্রামের সোনাচূড়া বাজারের ঘটনা
নন্দীগ্রামের সোনাচূড়া বাজারে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ।তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ সোনাচূড়া বাজারে তার কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠক করছিলেন। সেই সময় অতর্কিতে কিছু বিজেপি কর্মী সমর্থক তাদের উপরে হামলা চালায়। তাতে তৃণমূলের এক মহিলা কর্মী লক্ষ্মী রায় সহ আরো এক তৃণমূল কংগ্রেস কর্মী গোবিন্দ সহুকে বেধড়ক মারধর করা হয় এবং তারা আহত হন। লক্ষ্মী রায় অভিযোগ করছেন তার শীলতাহানি করা হয়েছে। দুজনকেই চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে । বিজেপির পক্ষ থেকে তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি সাহেব দাস বলেন- বাপ্পাদিত্ত গর্গ ওখানে গন্ডগোল পাকিয়েছে। বাপ্পাদিত্য গর্গ শান্ত নন্দীগ্রামকে অশান্ত করতে চাইছে।
No comments