Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উৎপাদিত পণ্যের গুণগতমান সঠিকভাবে বজায় রাখতে তৎপর হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স( বি আই এস ) ট্রেডমার্ক

উৎপাদিত পণ্যের গুণগতমান সঠিকভাবে বজায় রাখতে তৎপর হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স( বি আই এস ) ট্রেডমার্ক
উৎপাদিত পণ্যের গুণগতমান সঠিকভাবে বজায় রাখতে তৎপর হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স( বি আই এস ) ট্রেডমার্ক নত…

 


উৎপাদিত পণ্যের গুণগতমান সঠিকভাবে বজায় রাখতে তৎপর হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স( বি আই এস ) ট্রেডমার্ক


উৎপাদিত পণ্যের গুণগতমান সঠিকভাবে বজায় রাখতে তৎপর হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স( বি আই এস ) ট্রেডমার্ক নতুন এই আইনে সারা ভারতবর্ষের উৎপাদক সংস্থা গুলিকে এক সূত্রে বাঁধতে তারা মরিয়া হয়েছে । শুক্রবার ১৮ ই আগস্ট  হলদিয়ার সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস্ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি( সিআইপিইটি) এর সভাঘরে আয়োজিত  সেমিনার থেকে তেমন বার্তা দেওয়া হল । 

এদিন সভার সূচনা করেন সিআইপিইটি'র প্রিন্সিপাল ডিরেক্টর অ্যান্ড হেড পংকজ মিশ্র । বিভিন্ন প্লাস্টিক কাঁচামালের শিল্প সংস্থা, প্লাস্টিক জিনিসপত্রের উৎপাদনকারী সংস্থা সহ ৩৫ টি সংস্থার প্রতিনিধি এদিন সেমিনারের অংশগ্রহণ করেছেন । " মানক মন্থন " নামে প্রকল্পের মাধ্যমে প্লাস্টিক রিকভারি এবং প্লাস্টিক রিসাইক্লিন পদ্ধতির গুণগতমান বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে সেমিনারে । বিআইএস- এর বিজ্ঞানী তথা সংস্থার কলকাতা অফিসের ডেপুটি ডিরেক্টর মৈনাক গাঁতাইত এবং ইঞ্জিনিয়ার সপ্তদীপা দে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরেন ।

No comments