Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজো কমিটির অনুদান বেড়ে হলো ৭০ হাজার টাকা- মুখ্যমন্ত্রী

পুজো কমিটির অনুদান বেড়ে হলো ৭০ হাজার টাকা- মুখ্যমন্ত্রী
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সংশ্লিষ্ট পূজা কমিটিগুলিকে এককালীন ৭০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা গতবারের ২০২২ সালে তুলনায় দশ…

 


পুজো কমিটির অনুদান বেড়ে হলো ৭০ হাজার টাকা- মুখ্যমন্ত্রী


আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সংশ্লিষ্ট পূজা কমিটিগুলিকে এককালীন ৭০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা গতবারের ২০২২ সালে তুলনায় দশ হাজার টাকা বেশি। একইসঙ্গে পুজোর ব্যবহৃত বিদ্যুৎ খরচর এর কথা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ২৫ হাজার টাকার অনুদান দিয়ে আমরা শুরু করেছিলাম কিন্তু করোনা কালে আমরা সেই অনুদানের পরিবার বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছিলাম কারণ সেই সময় পুজো কমিটি গুলি গভীর আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল। গত বছর অনুদানের মূল্য ৫০ হাজার টাকা বাড়িয়ে ষাট হাজার টাকা করা হয়েছিল। আরো বাড়িয়ে ষাট হাজার টাকা থেকে ৭০ হাজার টাকায় করা হলো

আমরা আরো বেশি টাকা দিতে চেয়েছিলাম কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের ভাগের করে র টাকা দিচ্ছে না। ফলে রাজ্যের ভাঁড়ার টাকা দিন দিন কমেই যাচ্ছে।

মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন জাতীয় প্রতিমা বিসর্জনের সময় যথাযথ পরিমাণে আলো এবং ব্যারিকেডে ব্যবস্থা করা হয় একইসঙ্গে তার নির্দেশে পূজোর সময় যাতে কোনো মতেই রাস্তা অবরুদ্ধ না হয় এবং যান চলাচল ব্যাহিত না হয় তা পুজো কমিটিগুলিকে নিশ্চিত করতে হবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য পুজো কমিটি গুলিকে মণ্ডপে ঢোকা এবং বেরোনোর আলাদা রাস্তা তৈরি করতে হবে যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্থানীয় প্রশাসনকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।


No comments