বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আগে কোলাঘাটের রবীন্দ্র প্রেক্ষাগৃহে পুজো কমিটিরদের নিয়ে প্রশাসনিক বৈঠক।
বাঙালির বারো মাসে তের পার্বণের মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, প্রত্যেক বছর এই উৎসবের জন্য অপেক্ষায় দিন গুণতে থাকে ব…
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আগে কোলাঘাটের রবীন্দ্র প্রেক্ষাগৃহে পুজো কমিটিরদের নিয়ে প্রশাসনিক বৈঠক।
বাঙালির বারো মাসে তের পার্বণের মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, প্রত্যেক বছর এই উৎসবের জন্য অপেক্ষায় দিন গুণতে থাকে বাঙালি সহ অন্য সম্প্রদায়ের মানুষ জন, তবে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সর্বদাই তৎপর থাকে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটি পুজো কমিটিকে গাইডলাইন দেওয়া হয় যাতে তারা গাইডলাইন অনুযায়ী তাদের সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন করে, আর সেই শ্রেষ্ঠ উৎসবকে সামনে রেখে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রবীন্দ্র প্রেক্ষাগৃহে ব্লকের প্রত্যেকটি পুজো কমিটিদের নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়, এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন কোলাঘাট BDO অর্ঘ্য ঘোষ কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না সহ পুলিশ প্রশাসন, তবে এই বছর প্রত্যেকটি রেজিস্ট্রেশনপ্রাপ্ত পুজো কমিটিকে রাজ্য সরকারের তরফ থেকে ষাট হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা করে দেওয়া হবে এমন টাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে, আর এই খবর পুজো কমিটি গুলো পেতেই যথেষ্ট আনন্দিত হয়েছে বর্তমান সরকারের প্রতি, পাশাপাশি পুজো কমিটির তরফে জানানো হয়েছে সরকারি যেসব নির্দেশিকা রয়েছে তারা সম্পূর্ণ ভাবে সেই নির্দেশিকা পালন করবে। সব মিলিয়ে এখন শুধু অপেক্ষায় বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে উপলব্ধি করার।
No comments