হলদিয়া ইসকন মন্দিরের শুরু হয়েছে ঝুলন যাত্রা উৎসব
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে রাধা পার্থ সারথি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ইসকনের এই মন্দিরে ২৭ শে আগস্ট থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা উৎসব।হিন্দু ধর্মের বিশ…
হলদিয়া ইসকন মন্দিরের শুরু হয়েছে ঝুলন যাত্রা উৎসব
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে রাধা পার্থ সারথি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে ইসকনের এই মন্দিরে ২৭ শে আগস্ট থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা উৎসব।
হিন্দু ধর্মের বিশেষত বৈষ্ণবদের একটি গুরুত্বপূর্ণ উৎসব ঝুলন যাত্রা। একাদশী থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত চলবে এই উৎসবের সমারোহ। দোল পূর্ণিমার পরে বৈষ্ণবদের আরো একটি বড় উৎসব ঝুলন । বৃন্দাবনের রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি, সখা সখিদের সঙ্গে দোলনায় দোলার লীলা কে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল ।
বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা নবদ্বীপ মায়াপুর এবং বিশ্বের যেখানে বৈষ্ণব ধর্মাবলম্বীদের অবস্থান, সেইসব জায়গায় এই উৎসব সাড়ম্বরে সঙ্গে পালিত হয়।
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া প্রতিষ্ঠা হয়েছে নভেম্বরে ২০২২ ইসকনের মন্দির রাধা পার্থ সারথি মন্দিরে বিরাজ করছেন রাধা কৃষ্ণের মূর্তি তার সাথেই রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা।
২৭ শে আগস্ট থেকে শুরু হয়েছে ঝুলন উৎসব সেই উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঝুলনের শেষে প্রত্যেক ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে জানালেন রাধা পার্থ সারথী মন্দিরের জেনারেল ম্যানেজার লক্ষ্মী গোবিন্দ দাস
No comments