শিল্প শহর ডিএভি পাবলিক স্কুলের উদ্যোগে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস
হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুলে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস।বিজ্ঞাপন
সকালে মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে অনুষ্ঠানে…
শিল্প শহর ডিএভি পাবলিক স্কুলের উদ্যোগে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস
হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুলে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস।
বিজ্ঞাপন
সকালে মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মাননীয় নিতীশ প্রসাদ দত্ত। এরপর একে একে স্কুলের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী পুষ্পার্ঘ্য দিয়ে ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকালে বিদ্যালয়ের ব্যান্ড এর তালে তালে সপ্তম, নবম এবং একাদশ শ্রেণীর প্রায় ৮ শতাধিক ছাত্র-ছাত্রী বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রার পুরো ভাগে ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল,শিক্ষক-শিক্ষিকারা। প্রিন্সিপাল স্যার তার বক্তব্যে জাতীয় ক্রীড়া দিবসের গুরুত্ব, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ধ্যানচাঁদের অবদান উল্লেখ করেন।পড়াশোনার সাথে সাথে শরীর ও মনের বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবছর ডি এ ভি পাবলিক স্কুল ভারতের শ্রেষ্ঠ স্কুল হিসেবে 'পেফি ন্যাশনাল অ্যাওয়ার্ড' পেয়েছে। সে কারণে তিনি বিদ্যালয়ের ক্রীড়া বিভাগ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বিদ্যালয়ের ক্রীড়া পরি কাঠামো এবং ক্রীড়া চর্চা বৃদ্ধির জন্য সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। নানান অনুষ্ঠানের মধ্যে ছাত্র-ছাত্রীদের নিয়ে স্পোর্টস কুইজ কম্পিটিশন ছিল উল্লেখ করার মতো। কুইজ কম্পিটিশনে হংসরাজ হাউস চ্যাম্পিয়ন হয় এবং রানার্স হয় দয়ানন্দ হাউস।
No comments