Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! দুর্গাচক গিরিশ মোড় বাসস্ট্যান্ডে কাছেই তিনজন সবজি ব্যবসায়ীকে পিষে দিল

শিল্প শহরে এই মুহুর্তের বড় খবর! প্রাতঃভ্রবণে বেরিয়ে মৃত ২ আহত ৪ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Zrk5jMlUvBY
দুর্ঘটনায় ঘটেছে দুর্গাচক গিরিশ মোড় বাসস্ট্যান্ডে কাছেই তিনজন সবজি ব্যবসায়ীকে পিষে দিলবিজ্ঞাপন

পূর্ব মেদিনীপুর জে…

 


শিল্প শহরে এই মুহুর্তের বড় খবর! প্রাতঃভ্রবণে বেরিয়ে মৃত ২ আহত ৪

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/Zrk5jMlUvBY


দুর্ঘটনায় ঘটেছে দুর্গাচক গিরিশ মোড় বাসস্ট্যান্ডে কাছেই তিনজন সবজি ব্যবসায়ীকে পিষে দিল

বিজ্ঞাপন



পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া দুর্গাচক গিরিশ মোড় বাস স্টপেজের কাছেই তিনজন সবজি দোকানদারকে পিষে দিল । সূত্রে জানা যায়, একাধিক পুরুষ ও মহিলাকে দুর্গাচক থেকে তমলুক হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে দুর্গাচক হাসপাতালে দুজন ভর্তি রয়েছেন এবং দুজনকে তমলুক পিয়ারলেস নার্সিংহোমে আই সি ইউ রাখা হয়েছে তমলুকের দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে সূত্রের খবর। ঘাতক লরিটি ও ড্রাইভারকে এলাকার জনতা আটকে রেখেছে।

 ঘটনাটি ঘটেছে সকাল ৭ঃ৪৫ মিনিট নাগাদ রাস্তার উপর দেহ পড়ে রয়েছে। সুতাহাটা দিক থেকে ওই লরিটি আসছিল হলদিয়ার দিকে।

 সূত্রের খবর ব্রেক ফেল করে স্থানীয় ভিমদেব মিষ্টি দোকানের সামনে ফুটপাতে সবজি দোকানে ঢুকে স্থানীয় বটবৃক্ষে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু দুজন সূত্রে জানা গিয়েছে শেখ হোসেন আলী বয়স ৪২ বাসুলিয়া তে বাড়ি এবং নীলিমা কালসা বয়স ৫৫ ভাগ্যবন্তপুর সূত্রের খবর একজনকে তমলুক হাসপাতালে রেফার করা হয়েছে । গাড়ির ড্রাইভারকে ঘিরে চলে বিক্ষোভ। দুর্ঘটনাস্থলে  দুর্গাচক থানার পুলিশ আসতেই পুলিশকে ঘিরেও চলে বেশ কিছু সময় বিক্ষোভ।

 এই  মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার নয় বাস্তবে রূপায়িত করতে গেলে গাড়ির ড্রাইভার হেল্পার না থাকলে তাদেরকে আটক করা এবং টোটো অটো ম্যাজিক ভ্যান যারা চালায় রাজ্য সড়কের উপরে তাদের ড্রাইভিং লাইসেন্স  পরীক্ষা করা হোক।

 এই দুর্ঘটনা গভীর দুঃখ প্রকাশ করেছেন হলদিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শিবপ্রসাদ প্রধান সকালের এই দুর্ঘটনা খুবই মর্মান্তিক তিনি খবর পেয়ে হাসপাতালে দুর্ঘটনা মানুষদের নিয়ে চিকিৎসার জন্য  তদারকি করেন এবং পরে জানান দু'জনকে তমলুক হাসপাতালে রেফার করেছে এই ধরনের দুর্ঘটনা খুবই দুঃখজনক। যারা সুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মৃত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

No comments