দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জিএম অর্চনা জোশি কে সরিয়ে দিলো রেল বোর্ড
উড়িশার বাহানাগা বাজার স্টেশন ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রায় একমাস পর বড়সড় পদক্ষেপ নিলো রেল মন্ত্র দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জিএম অর্চনা জোশ…
দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জিএম অর্চনা জোশি কে সরিয়ে দিলো রেল বোর্ড
উড়িশার বাহানাগা বাজার স্টেশন ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রায় একমাস পর বড়সড় পদক্ষেপ নিলো রেল মন্ত্র দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জিএম অর্চনা জোশি কে সরিয়ে দিলো রেল বোর্ড। তার জায়গায় দায়িত্বে এলেন অনিল কুমার মিশ্র।
উল্লেখযোগ্য গত ২রা জুন বালেশ্বর এর কাছে করমন্ডল এবং শালিমার বেঙ্গালুর এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে যার জেরে প্রায় ২৯৩ জন যাত্রী প্রাণ হারিয়েছেন আহত হন হাজারের বেশি ঘটনায় তদন্ত ভার যার সিবিআই এর হাতে এখনো পর্যন্ত দক্ষিণ পূর্ব পাঁচজন আধিকারিক কে বদলি করা হয়েছিল। এবার সংস্থার শীর্ষ কত্রীকে কে সরিয়ে দেওয়া হল। অর্চনা জুসিকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ রেল হুইল ফ্যাক্টরি জেনারেল ম্যানেজারের পদে বদলি করা হয়েছে। রেল সুত্রের খবর অর্চনাকে ঘিরে খোদ রেলমন্ত্রী অসন্তুষ্ট ছিলেন। দুর্ঘটনার দিন তার সিইউজি মোবাইল বন্ধ ছিল বলে অভিযোগ।
No comments